বিশ্বকাপের টিকিট পেতে ক্যারিবিয়ানদের ২২৮ রানের টার্গেট দিল বাঘিনীরা

আর একটি জয় পেলেই আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ কোয়ালিফায়ারে শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হবে বাংলাদেশের। তাতে মিলবে বিশ্বকাপের টিকিট। সেই লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে মাঠে নেমেছে বাঘিনীরা। আগে ব্যাট করে মাঝারী পুঁজি সংগ্রহ করেছে দলটি।

লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান করেছে বাংলাদেশ। যা চলতি আসরে বাঘিনীদের সর্বনিম্ন স্কোর।

বিশ্বকাপ কোয়ালিফায়ারে এর আগে দুই ম্যাচে আগে ব্যাটিং করে রেকর্ড পুঁজি গড়ে বাংলাদেশ। প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ২৭১ রানের পুঁজি গড়ে তারা। এরপর আইরিশদের বিপক্ষে পড়ে ব্যাট করলেও স্কটল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিং করে সেই পুঁজি ছাড়িয়ে করে ২৭৬ রান।

তবে আগের প্রতিটি ম্যাচেই বাংলাদেশের ব্যাটিংয়ের মূল স্তম্ভ ছিলেন অধিনায়ক নিগার সুলতানা। কিন্তু এদিন জ্বলে উঠতে পারেননি তিনি। তাই বাংলাদেশকেও সন্তুষ্ট থাকতে হয়েছে মাঝারী পুঁজি নিয়ে।

দলীয় ১৬ রানে সোবহানা মোস্তারি আউট হলে আরেক ওপেনার ফারজানা হকের সঙ্গে হাল ধরেন শারমিন আক্তার। গড়েন ১১৮ রানের দারুণ এক জুটি। ১৩৯ বলের জুটিতে বেশ ধীর গতিতেই ব্যাট চালান ফারজানা। শেষ পর্যন্ত ৭৮ বলে ৪২ রান করে আলিয়াহ এলাইনের বলে তার হাতেই ক্যাচ ধীরে ফেরেন তিনি।

তার বিদায়ের পর স্কোরবোর্ডে এক রান যোগ হতে ফিরে যান আরেক সেট ব্যাটার শারমিনও। ৭৯ বলে ৬৭ রান আসে তার ব্যাট থেকে। বাংলাদেশের জন্য বড় ধাক্কা ছিল অধিনায়ক নিগারের বিদায়। দারুণ ছন্দে থাকা এই ব্যাটার ব্যক্তিগত ৫ রানে বোল্ড হয়ে যান এলাইনের বলে।

এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ঋতু মনি বোল্ড হয়েছেন আফি ফ্লেচারের দুর্দান্ত এক ডেলিভারিতে। তবে শেষ দিকে নাহিদা আক্তারের ২৫ ও রাবেয়া খানের ২৩ রানে ভর করে ২২৭ রানের পুঁজি পায় নিগারের দল।

Comments

The Daily Star  | English

Torch procession at DU demanding justice for JCD leader Shammo

The procession, under the banner of "Students Against Terrorism", began around 8:20pm

Now