মিরপুরে ঈদ কাটালেন বাঘিনীরা

সিরিজ চলাকালীন অবস্থায় খেলোয়াড়দের জন্য প্রিয়জনদের সঙ্গে বিশেষ মুহূর্তগুলো মিস করা কোনো নতুন কোনো বিষয় নয়। ঈদ উল ফিতরের এই সময়ে এবার দেশের মধ্যেই প্রস্তুতি নিতে মিরপুরে ছিলেন বাংলাদেশ দলের নারী ক্রিকেটাররা।
মূলত বড় লক্ষ্যের দিকে নজর রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নারী দল। আজ দেশজুড়ে ঈদুল ফিতর উদযাপিত হলেও পাকিস্তানগামী বাঘিনীরা, কোচিং স্টাফ ও দলীয় কর্মকর্তারা মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমিতে ঈদের আনন্দ ভাগ করে নিলেন।
আইসিসি নারী বিশ্বকাপ ২০২৫-এর চূড়ান্ত দুটি আসনের একটিতে জায়গা নিশ্চিত করাই এখন বাংলাদেশ দলের লক্ষ্য। যেখানে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ১৫ সদস্যের দলটি এখন বাঁচা-মরার লড়াইয়ে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, থাইল্যান্ড, স্কটল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলবে।
এরমধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। স্বাগতিক হওয়ায় ভারতের জায়গাও নিশ্চিত। বাংলাদেশকে এখন সর্বোচ্চ চেষ্টা করে কঠিন লড়াই চালিয়ে যেতে হবে ভারত বিশ্বকাপে জায়গা করে নেওয়ার জন্য।
Comments