বিশ্বকাপের আগে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত শ্রীলঙ্কা ও ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। একটি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে এবং অন্যটির প্রতিপক্ষ শ্রীলঙ্কা 'এ' দল।
২৫ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে এই প্রস্তুতি ম্যাচদুটি। আসরটি অনুষ্ঠিত হবে মোট চারটি ভেন্যুতে: ভারতের বেঙ্গালুরুতে সেন্টার অব এক্সিলেন্স গ্রাউন্ড এবং এম. চিন্নাস্বামী স্টেডিয়াম, আর শ্রীলঙ্কার কলম্বোতে আর. প্রেমাদাসা স্টেডিয়াম ও কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ড।
বাংলাদেশসহ সাতটি দল দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে, যেখানে অস্ট্রেলিয়া খেলবে কেবল একটি ম্যাচ। এ ছাড়া ভারত 'এ' একটি এবং শ্রীলঙ্কা 'এ' দুটি ম্যাচ খেলবে।
প্রস্তুতি ম্যাচ শুরু হবে ২৫ সেপ্টেম্বর থেকে। সেদিন বেঙ্গালুরুতে মুখোমুখি হবে ২০১৭ সালের ফাইনালিস্ট ভারত ও ইংল্যান্ড, অপরদিকে দক্ষিণ আফ্রিকা লড়বে নিউজিল্যান্ডের সঙ্গে। একই দিনে কলম্বোতে পাকিস্তানের মোকাবেলা করবে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ মাঠে নামবে শ্রীলঙ্কা 'এ'র বিপক্ষে।
২৭ সেপ্টেম্বর দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অস্ট্রেলিয়া খেলবে ইংল্যান্ডের বিপক্ষে, যা তাদের একমাত্র প্রস্তুতি ম্যাচ। একই দিনে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে এবং ভারত মাঠে নামবে নিউজিল্যান্ডের বিপক্ষে।
শেষ প্রস্তুতি ম্যাচগুলো হবে ২৮ সেপ্টেম্বর। সেদিন দক্ষিণ আফ্রিকা খেলবে ভারত 'এ'-র বিপক্ষে এবং পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা 'এ' দল।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।
Comments