পরিসংখ্যানের আলোয় আইপিএল

IPL

বিশ্বের সবচেয়ে বড় ও আকর্ষনীয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির আসর আইপিএলের নতুন মৌসুম শুরু হতে যাচ্ছে আজ।  রাতে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) মুখোমুখি হবে। এই টুর্নামেন্ট সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য এখানে তুলে ধরা হলো:

  •  ২০০৮ সালে বেঙ্গালুরুতে আইপিএলের প্রথম ম্যাচটি খেলেছিল কেকেআর ও আরসিবি। এরপর থেকে, এই দুই দল অন্য কোনো সংস্করণের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়নি।
  •  বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস সবচেয়ে সফল দল। মুম্বাই (২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২০) এবং চেন্নাই (২০১০, ২০১১, ২০১৮, ২০২১, ২০২৩) উভয় দলই পাঁচটি করে শিরোপা জিতেছে।
  •  ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স তিনবার শিরোপা জিতেছে (২০১২, ২০১৪, ২০২৪)।
  •  ২৫২ ম্যাচে ৮০২৪ রান করে আরসিবির বিরাট কোহলি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক।
  • এবার পাঞ্জাব কিংসের হয়ে খেলা যুজবেন্দ্র চাহাল টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী। তিনি ১৬০ ম্যাচে ২০৫টি উইকেট নিয়েছেন।
  • চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি এমএস ধোনি এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন, তিনি মোট ২৬৪টি ম্যাচ খেলেছেন। সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটারও তিনি।

 

Comments

The Daily Star  | English
Bangladeshi migrants workers rights in Malaysia

Migrants in Malaysia: Worker faces deportation after speaking up

Nearly 200 workers then began a strike on Friday, he said, requesting not to be named for fear of backlash.

7h ago