রঞ্জিতে ফিরেও রান পেলেন না কোহলি
১২ বছর পর বিরাট কোহলি রঞ্জি ট্রফিতে খেলতে নামার খবর আলোড়ন তৈরি হয়েছিল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কোহলির ম্যাচ দেখতে ভিড় করেছিলেন বিপুল মানুষ। তবে ভরা গ্যালারির সামনে হতাশ করেছেন ভারতের মাস্টার ব্যাটার।
রেলওয়ের বিপক্ষে দিল্লির হয়ে শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাট করার সুযোগ পান কোহলি। ৭৮ রানে ইয়াশ দুল আউট হলে ক্রিজে যান তিনি। তবে দুই অঙ্কের ঘরে যেতে পারেননি লাল বলের ক্রিকেটে ধুঁকতে থাকা ডানহাতি ব্যাটার। ১৫ বলে ৬ রান করে হিমাংশু সাঙ্গওয়ানের বলে বোল্ড হয়ে যান কোহলি।
এদিন ২৪তম ওভারের পঞ্চম বলে দুলকে এলবিডব্লিউ করেন রাহুল শর্মা। এই আউটে উদযাপন শুরু করে দেন দিল্লির দর্শকরা। কারণ কোহলি যে নামবেন! দুল সিদ্ধান্ত হতাশ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন, তবে তার দিকে কার নজর। কোহলি মাঠে ঢুকতেই অরুণ জেটলি স্টেডিয়ামে তখন 'কোহলি, কোহলি' চিৎকার।
ক্রিজে গিয়ে প্রথম চার বলে কোনও রান পাননি। পঞ্চম বলে রানের খাতা খুলতেই ফের চিৎকার। হিমাংশুর বলে স্ট্রেট ড্রাইভে চার মারাতেও হয় তুমুল চিৎকার। কিন্তু ঠিক পরের বলেই জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে ভুল করে বসেন, উড়ে যায় তার স্ট্যাম্প। কোহলি আউটে নেমে আসে নীরবতা, মাঠ ছাড়তে থাকেন দর্শকরা।
বৃহস্পতিবার এই ম্যাচ দেখতে ভোর থেকেই লাইন শুরু হয়, ম্যাচের আগেই কানায় কানায় ভরে যায় গ্যালারি। কোহলি ফিল্ডিং করা অবস্থায় এক দর্শক মাঠেও ঢুকে পড়ে তাকে প্রণাম। পাগলামো অবস্থা সামলাতে হিমশিম খেতে থাকে পুলিশ। দ্বিতীয় ইনিংসেও কোহলির ব্যাটিং দেখতে এমন ভিড় হওয়ার ধারণা করা হচ্ছে।
সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে প্রত্যাশিত পারফর্ম করতে না পেরে চাপে পড়ে যান কোহলি। সিরিজ হারা ভারতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দেন কোচ গৌতম গম্ভীর। রোহিত শর্মা, রিশভ পান্ত, রবীন্দ্র জাদেজারা সবাই নিজ নিজ রাজ্য দলের হয়ে রঞ্জি খেলছেন। কোহলি আগের রাউন্ড না খেললেও এবার নামলেন। নেমে প্রথম ইনিংসে তিনি করেছেন হতাশ।
Comments