বিপিএল

রংপুরের বোলিং গুঁড়িয়ে নাঈমের সেঞ্চুরি

Naim Sheikh

বিপিএলের আগে জাতীয় লিগের টি-টোয়েন্টি আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন নাঈম শেখ। বিপিএলের শুরুতে থাকে পাওয়া যায়নি সেরা ছন্দে। তবে সময়ের সঙ্গে ছন্দ পেয়ে বড় ইনিংস খেলতে থাকেন তিনি। এবার দলের ভীষণ চাহিদার ম্যাচে নেমে করলেন অপরাজিত সেঞ্চুরি।

মিরপুরে বৃহস্পতিবার রংপুর রাইডার্সের বিপক্ষে  ৬২ বলে ১১১ রান করেছেন নাঈম।  তার ব্যাটে ভর করে  ২২০ রান করেছে খুলনা টাইগার্স। এই ম্যাচ না জিতলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে খুলনার। কাজেই বাঁচা-মরার লড়াইয়ে বিশাল পুঁজি পেল তারা। স্বীকৃত টি-টোয়েন্টিতে নাঈমের এটি দ্বিতীয় সেঞ্চুরি। 

এদিন টস জিতে আগে ব্যাট করতে নামে খুলনা। মেহেদী হাসান মিরাজ-নাঈম শেখ মিলে আনেন ভালো শুরু। থিতু হয়ে চতুর্থ ওভারে ১২ বলে ২১ করে ফেরেন মিরাজ।

পরে উইলিয়াম বোসিস্টকে নিয়ে ৪৭ বলে ৮৮ ও মাহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গে মাত্র ৩২ বলে ৭২ রান যোগ করেন নাঈম। শেষ ওভারে আউট হওয়ার আগে ১৫ বলে ২৯ রান করেন অঙ্কন।

এদিন অবশ্য নাঈমের বড় ইনিংস খেলা সহজ হয়েছে রংপুরের বাজে বোলিংয়ে। একের পর এক নো বল, ফুলটস করে এলোমেলো ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন, নাহিদ রানারা।

Comments

The Daily Star  | English

Injured uprising protesters block Mirpur Road

Injured protesters from last year's mass uprising blocked Mirpur Road demanding medical treatment and rehabilitation

29m ago