বিপিএল

ফাইনালের সেরা তামিম, টুর্নামেন্ট সেরা মিরাজ

বিপিএলের ফাইনালে ফরচুন বরিশালকে টানা দ্বিতীয় শিরোপা পাইয়ে দিতে আগ্রাসী ফিফটি করেন তামিম ইকবাল। ১৯৫ রান তাড়ায় ২৯ বলে ৫৪ করা তামিম হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। ফাইনালে উঠতে না পারা খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ব্যাটে বলে নৈপুণ্য দেখিয়ে হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।

ফাইনালের সেরা হওয়ায় ৫ লাখ টাকার প্রাইজমানি পেয়েছেন তামিম।  টুর্নামেন্ট সেরা মেহেদী হাসান মিরাজ পেয়েছেন ১০ লাখ টাকা। আসরে ব্যাট হাতে ৩৫৫ রান করার পাশাপাশি বোলিংয়ে ১২ উইকেট নেন মিরাজ।

অন্যান্য পুরস্কার

টুর্নামেন্টের সেরা ফিল্ডার-  মুশফিকুর রহিম (উইকেটের পেছনে অবদানের জন্য)

টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়- তানজিদ হাসান তামিম (৪৮৫ রান করেছেন)

টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী- তাসকিন আহমেদ (২৫ উইকেট)

সর্বোচ্চ রান সংগ্রাহক- নাঈম শেখ (৫১১ রান)

Comments