‘জীবনের সেরা সময় কাটাচ্ছি’, ভারতকে হারিয়ে বললেন কামিন্স

Australia Team

প্রায় দশ বছর আগে সর্বশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছিলো অস্ট্রেলিয়া। এরপর ঘরে-বাইরে মিলিয়ে ভারতের কাছে তারা হেরেছিলো টানা চার সিরিজ। অবশেষে খরা কাটিয়ে কাঙ্ক্ষিত ট্রফি উঁচিয়ে ধরার সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার। অধিনায়ক প্যাট কামিন্স তাই ভাসছেন অকল্পনীয় অনুভূতিতে। তার মনে হচ্ছে সেরা সময় পার করছেন তারা।

সিডনিতে রোববার পঞ্চম টেস্টের তৃতীয় দিনে ভারতকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করে স্বাগতিক দল। ৩-১ ব্যবধানের এই জয় এসেছে ভরপুর গ্যালারির তুমুল উদযাপনের মাঝে। ২০১৪-১৫ মৌসুমে শেষবার ভারতকে টেস্ট সিরিজ হারাতে পেরেছিল অজিরা।

দারুণ জয়ের দিনে অধিনায়ক কামিন্স নিজের অনুভূতি প্রকাশ এভাবে, 'অকল্পনীয় (অনুভূতি)। আমাদের মধ্যে কয়েকজনের এমন (বোর্ডার-গাভাস্কার ট্রফি জেতা) অনুভূতি ছিল না। ছেলেরা এটার উপর নজর রেখেছিল এবং প্রত্যাশা পূরণ করেছে।'

ভারতকে ১৫৭ রানে আটকে ১৬২ রানের লক্ষ্য পেয়েছিল অজিরা। জাসপ্রিত বুমরাহ পিঠের চোটে বল করতে না পারায় বাকি আর কেউ হুমকি হতে পারেননি। অনায়াস জয় পেয়ে কামিন্স তাই গোটা দল নিয়ে গর্বিত,  'আমরা পরিকল্পনা স্পষ্ট করেছিলাম। [সকালের পরিকল্পনা] রান কম রাখতে চেয়েছিলাম। আমরা জানতাম এটি একটি চ্যালেঞ্জিং উইকেট হবে। ব্যাটসম্যানদের ভালো কৌশল ছিল, পরিশেষে তা কাজে দিয়েছে। অত্যন্ত গর্বিত। আমরা দল হিসেবে অনেক সময় কাটিয়েছি। পার্থ (প্রথম টেস্ট হার) ততটা খারাপ ছিল না যতটা মনে হচ্ছিল।'

'সিরিজ জুড়ে আমরা অনেক মজা করেছি। কিছু সাফল্য সবসময়ই সুন্দর। এটি এমন একটি বিশেষ দল। আমরা যা অর্জন করেছি তা অর্জন করতে পেরে আমরা নিজেদেরকে অত্যন্ত সম্মানিত বোধ করছি। সত্যিই গর্বিত। আমরা আমাদের জীবনের সেরা সময় কাটাচ্ছি। এটি সবসময়ই সুন্দর।'

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অভিষেকে আলোড়ন তুলেন ওপেনার স্যাম কনস্টাস। সিডনিতে পেস অলরাউন্ডার বাউ ওয়েবস্টার রাখেন ব্যাটে-বলে অবদান। প্রথম  টেস্টে অভিষেক হয় ন্যাথান ম্যাকসুয়েনির, তিন টেস্ট খেলে তিনি অবশ্য ভালো করতে না পেরে বাদ পড়েন। কামিন্স দলে প্রথম খেলা তিনজনকেই প্রশংসা করেছেন, 'এই সিরিজে তিনজন নতুন ক্রিকেটার অভিষেক করেছে এবং সবাই এসে অবদান রেখেছে। বাউ আজ দারুণ ছিলো। সিরিজ জুড়ে আমার খেলায় আমি বেশ খুশি।'

গোটা সিরিজে অস্ট্রেলিয়ার ব্যাটিং ছিলো না জুতসই। তবে গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়ে যান ট্রেভিস হেড ও স্টিভেন স্মিথ। দুজনেই একাধিক সেঞ্চুরিতে রাখেন ভূমিকা। তাদের নিয়ে আলাদা করে বলেছেন কামিন্স, 'কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তে আমাদের কিছু প্রধান খেলোয়াড় সত্যিই দাঁড়িয়ে গেছে। দারুণ ছিলো তা।'

অধিনায়ক কামিন্স বলছেন তার খেলা সেরা সিরিজ এটি। সিডনিতে ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে গোলাপি আমেজে হয়েছে খেলা। মেলবোর্ন ও সিডনি দুই ভেন্যুতেই ভরপুর ছিলো গ্যালারি।  এর ভেতর প্রত্যাশিত জয় মিলিয়ে দারুণ আবেশে মগ্ন অজি দল,  'এটি আমার প্রিয় সিরিজগুলির একটি হিসাবে লেখা থাকবে। এই সিরিজটি সমর্থকরা দারুণ আবহ তৈরি করেছেন। এমসিজি দুর্দান্ত ছিল এবং সিডনিতে তিনদিন সব টিকি বিক্রি হয়েছে। এটি ক্যালেন্ডারে এমন একটি বিশেষ দিন। মহৎ এক উদ্দেশ্যও (ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা তৈরি) আমরা  উদযাপন করছি এখানে।'

Comments

The Daily Star  | English

Parking wealth under the Dubai sun

The city’s booming real estate has also been used by Bangladeshis as an offshore haven to park wealth for a big reason

7h ago