২০২৫ সালে বাংলাদেশের ক্রিকেটের যত ব্যস্ততা
২০২৪ সাল ছিলো টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অনেকগুলো টেস্টের বছর। নারী-পুরুষ মিলিয়েই দেশের ক্রিকেটে ছিলো অনেক ব্যস্ততা। ঠাসা সূচি আছে ২০২৫ সালেও। তবে নতুন বছরে ওয়ানডে সংস্করণে আছে বেশি খেলা, আছে বড় আসর। এই বছর আবার টেস্টের সংখ্যা কম বাংলাদেশের।
দেখে নেওয়া যাক ভবিষ্যৎ সফরসূচির মধ্যে থাকা ২০২৫ সালে বাংলাদেশের ক্রিকেট।
পুরুষ ক্রিকেট
- ফেব্রুয়ারি- মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি
- মার্চে জিম্বাবুয়ে সফরে আছে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।
- মে মাসে পাকিস্তান সফরে আছে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।
- জুনে শ্রীলঙ্কা সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিনটা টি-টোয়েন্টি আছে।
- অগাস্টে বাংলাদেশ সফরে এসে ভারত খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।
- সেপ্টেম্বরে হতে পারে এশিয়া কাপ (ভেন্যু চূড়ান্ত নয়)
- ওয়েস্ট ইন্ডিজ খেলতে আসবে বাংলাদেশে, আছে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।
- নভেম্বরে আয়ারল্যান্ড তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আসবে বাংলাদেশে।
নারী ক্রিকেট
- জানুয়ারিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ
- অগাস্ট-সেপ্টেম্বরে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ (কোয়ালিফাই করলে সেখানে খেলবে বাংলাদেশ)
- ডিসেম্বরে ভারত সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা।
নির্ধারিত এই সূচির দ্বি-পাক্ষিক আলোচনার ভিত্তিতে আরও এক বা একাধিক সিরিজ আয়োজিত হতে পারে।
Comments