পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে স্টেডিয়ামেই এক তরুণী দর্শকের সন্তান জন্ম!

wanderers stadium baby birth on cricket match

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার সিরিজের তৃতীয় ম্যাচটি ছিলো নিয়মরক্ষার। সিরিজ আগেই জিতে নিয়েছিলো পাকিস্তান, তবে ওয়ান্ডারার্সে নিয়মরক্ষার ম্যাচ দেখতেও হাজির হয়েছিলেন অনেক দর্শক। তার মধ্যে একজনের জন্য ঘটেছে স্মরণীয় ঘটনা। খেলা চলাকালীন প্রসববেদনা উঠলে স্টেডিয়ামের ভেতরে হাসপাতালে সন্তানের জন্ম হয়েছে এক তরুণীর, যা স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনেও জানানো হয়।

এদিন স্বামীর সঙ্গে খেলা দেখতে এসেছিল ওই তরুণী। ম্যাচের মাঝে এক পর্যায়ে তার প্রসব-যন্ত্রণা শুরু হয়। সঙ্গে সঙ্গে এই তরুণীকে স্টেডিয়ামের মধ্যেই থাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পুত্রের জন্ম দেন তিনি।  এই খুশির খবর সকলের সঙ্গে ভাগ করে নেওয়া হয়। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে একটি বার্তা ভেসে ওঠে। সেখানে লেখা ছিলো, 'স্টেডিয়ামেই পুত্র সন্তান জন্ম হওয়ায় মিস্টার ও মিসেস রাবেংকে অভিনন্দন।' এই বার্তা পেয়ে সবাই করতালি দিয়ে উঠেন, ক্রিকেটারদের মুখেও দেখা যায় হাসি।

এদিন ওয়ান্ডার্সের আরও একটি সুন্দর দৃশ্য দেখা গেছে। ম্যাচের মাঝেই এক তরুণ তার প্রেমিকাকে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দেন। পাশের কয়েকজনকে দেখা যায় গান গাইতে। সেই দৃশ্যও দেখানো হয় জায়ান্ট স্ক্রিনে।

রবিবার এমন আমুদে আমেজে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। দলের জয়ে আবারও জ্বলে উঠে সেঞ্চুরি পেয়েছেন সাইম আইয়ুব। নেতৃত্বে অভিষেকের পর টানা দুটি ওয়ানডে সিরিজ জেতার আনন্দে ভেসেছেন মোহাম্মদ রিজওয়ান।

Comments

The Daily Star  | English

Dhaka sends diplomatic note to Delhi to send back Hasina: foreign adviser

The Ministry of Foreign Affairs has sent a diplomatic note to the Indian government to send back ousted former prime minister Sheikh Hasina to Dhaka.

5h ago