টস হেরে ফের ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে আফিফের জায়গায় মিরাজ
প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় ম্যাচেও টস ভাগ্য পক্ষে গেল ওয়েস্ট ইন্ডিজের। টস জিতে এবারও তারা বাংলাদেশকে আগে ব্যাট করতে দিয়েছে। বাংলাদেশ একাদশে একটি বদল এনেছে। আফিফ হোসেনের জায়গায় একাদশে এসেছেন মেহেদী হাসান মিরাজ।
সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল স্টেডিয়ামে নিজেদের একাদশে কোন বদল আনেনি ওয়েস্ট ইন্ডিজ। সোমবার প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশ আজ জিতলেও সিরিজ নিশ্চিত করবে।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), শামীম হোসেন, তানজিদ হাসান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান, আন্দ্রে ফ্লেচার, রোস্টন চেইস, রভম্যান পাওয়েল (অধিনায়ক), রোমারিও শেফার্ড, গুডাকেশ মোটি, আলজারি জোসেফ, আকিল হোসেন, ওবেড ম্যাককয়।
Comments