ব্রিসবেনে ফলোঅন এড়িয়ে ম্যাচ বাঁচানোর পথে ভারত
আকাশ দীপের মারা বাউন্ডারির সঙ্গে ভারত যখন ২৪৬ রান স্পর্শ করল, ভারতের ড্রেসিংরুমে তখন উল্লাস করেন উঠলেন কোচ গৌতম গম্বীর। স্বস্তিতে হাই ফাইভ করলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। জাসপ্রিট বুমরাহ-আকাশের শেষ উইকেটে জুটিতে ফলোঅন এড়ানোর আনন্দ এতটা বেশি হওয়ার কারণ ম্যাচটা এখন বাঁচানোর জোরালো সম্ভাবনা তৈরি করে নিল সফরকারীরা।
মঙ্গলবার ব্রিসবেনে চতুর্থ দিন শেষে ড্রয়ের সম্ভাবনা হয়ে গেছে উজ্জ্বল। অস্ট্রেলিয়ার ৪৪৫ রানের জবাবে ৯ উইকেটে ২৫২ রান তুলে দিন শেষ করেছে ভারত। তারা পিছিয়ে আছে ১৯৩ রানে।
ভারতের ইনিংস মুড়ে শেষ দিনে আবার ব্যাট করতে নামতে হবে অস্ট্রেলিয়াকে। ভারতকে দিতে হবে লক্ষ্য। ম্যাচ বের করতে শেষ দিনে আরও দুই ইনিংস শেষ হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ।
এদিন ভারতের ইনিংস বীরত্ব দেখান লোকেশ রাহুল আর রবীন্দ্র জাদেজা। দুজনেই সেঞ্চুরির আভাস দিয়ে ফিরেছেন। রাহুল আউট হন ৮৪ রান করে, জাদেজা ফেরেন ৭৭ রানে।
নবম ব্যাটার হিসেব জাদেজা যখন আউট হন তখনো ফলোঅন এড়াতে দরকার ছিল ৩৩ রান। শেষ উইকেটে অবিচ্ছিন্ন ৩৯ রানের জুটিতে সেই কাজটা করে ফেলেন বুমরাহ-আকাশ। বুমরাহ ১০ ও আকাশ ২৭ রান নিয়ে ক্রিজে আছেন।
ফলোঅন এড়াতে না পারলে ভারতকে আবার ব্যাট করতে পাঠাতে পারত অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে শেষ দিনে ম্যাচ বের করার প্রবল সম্ভাবনা ছিলো তাদের।
৪ উইকেটে ৫১ রান নিয়ে নামা ভারতকে দিনের শুরুর দিকে টানেন রাহুল। তাকে খুব বেশি সঙ্গ দিতে পারেননি অধিনায়ক রোহিত। প্যাট কামিন্সের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। এরপর জাদেজা-রাহুল মিলে যোগ করেন ৬৭ রান। সেঞ্চুরির দিকে থাকা রাহুলকে ফেরান অফ স্পিনার ন্যাথান লায়ন। জাদেজা পরে নিতিশ কুমার রেড্ডিকে নিয়ে যোগ করেন আরও ৫৩ রান। নিতিশের বিদায়ের পর টেল এন্ডারদের নিয়ে চলে জাদেজার লড়াই। জাদেজাকে কামিন্স ফেরানোর পর মনে হচ্ছিলো ফলোঅনেই পড়তে যাচ্ছে ভারত, কিন্তু শেষ বিকেলে বুমরাহ-আকাশ মিলে হতাশ করলেন অজিদের।
Comments