সিদ্ধান্তের ভার রোহিত-কোহলির উপর ছেড়ে দিলেন গম্ভীর

Rohit Sharma & Virat Kohli
প্রবল চাপে আছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।

বাজে ছন্দের কারণে অধিনায়ক হয়েও সিডনিতে শেষ টেস্টে নিজেকে একাদশ থেকে সরিয়ে নেন রোহিত শর্মা। আনুষ্ঠানিকভাবে জানা যায় এমনটাই। যদিও ভারতীয় গণমাধ্যম বলছে রোহিতের সরে যাওয়ায় ভূমিকা ছিলো কোচ গৌতম গম্ভীরের। আরেক সিনিয়র তারকা বিরাট কোহলি সব টেস্ট খেললেও ছিলেন টানা ব্যর্থ। টেস্টে এই দুজনের ভবিষ্যৎ নিয়ে উঠেছে প্রশ্ন। গম্ভীর অবশ্য সিদ্ধান্তের ভার তাদের উপরই ছেড়ে দিয়েছেন।

অস্ট্রেলিয়া সফরে দ্বিতীয় সন্তানের জন্মের কারণে প্রথম টেস্ট খেলেননি রোহিত। বাকি তিন টেস্টের পাঁচ ইনিংসে স্রেফ ৬.২ গড়ে তিনি করেন মোটে ৩১ রান। কোহলি পার্থ টেস্টে অপরাজিত সেঞ্চুরি করলেও ২৩.৭৫ গড়ে করেন মাত্র ১৯০ রান।

স্বাভাবিকভাবেই তাদের শেষের আলোচনা উঠছে। সিডনিতে রোববার ৩-১ ব্যবধানে সিরিজ হারার পর সংবাদ সম্মেলনে আসেন গম্ভীর। সেখানে রোহিত-কোহলি সম্পর্কে প্রশ্ন উঠলে কৌশলে জবাব দেন তিনি, 'কোন খেলোয়াড়ের ভবিষ্যৎ সম্পর্কে আমি বলতে পারি না। এটা তাদের (রোহিত-কোহলি) উপর নির্ভর করছে।'

'যেটা আমি বলতে পারি, তাদের মধ্যে এখনো ক্ষিদে আছে। তাদের ভেতর প্যাশন আছে। তারা শক্ত মানসিকতার। আশা করছি ভারতের ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।'

গম্ভীর আশা করেন দুই সিনিয়র ক্রিকেটার ভারতের ক্রিকেটের লাভের কথা ভেবেই নিজেদের পরিকল্পনা করবেন,  'কিন্তু চূড়ান্তভাবে, তারা যেই পরিকল্পনাই করুক, আশা করি তারা ভারতের ক্রিকেটের সবচেয়ে ভালো দিকের কথা বিবেচনা করেই পরিকল্পনা করবে।'

সিডনিতে নিজেরা প্রথম ইনিংসে ১৮৫ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়াকে ১৮১ রানে আটকে ৪ রানের লিড নিয়ে নিয়েছিলো ভারত। কিন্তু দ্বিতীয় ইনিংসে রিশভ পান্ত (৩৩ বলে ৬১) ছাড়া আর কেউ দাঁড়াতে না পারায় ১৫৭ রানে থেমে যায় তারা। দ্বিতীয় ইনিংসে অল্প পুঁজি নিয়ে তারা পায়নি পুরো সিরিজে সর্বোচ্চ ৩২ উইকেট নেওয়া জাসপ্রিত বুমরাহকে। পিঠের চোটে মাঠেই নামা হয়নি তার। বুমরাহকে ছাড়া ৪ উইকেট ফেলতে পারে তারা।

গম্ভীর অবশ্য জানালেন বুমরাহ না থাকলেও তাদের হাতে যথেষ্ট বোলার ছিলো। কাজেই কোন অজুহাতের পথে হাঁটছেন না তিনি,  'সে যদি থাকত তাহলে খুব ভালো হতো। কিন্তু এরপরও আমাদের পাঁচটা বোলার ছিলো। এবং ভালো দলগুলো একজনের উপর নির্ভর করে না।'

'আমরা ফল আনতে পারিনি, সহজ কথা এটাই। আমরা সিরিজ হেরেছি।'

Comments

The Daily Star  | English

Parking wealth under the Dubai sun

The city’s booming real estate has also been used by Bangladeshis as an offshore haven to park wealth for a big reason

13h ago