জায়গা থিতু করার চ্যালেঞ্জ নিয়ে নেমেছিলেন শামীম
শামীম হোসেন পাটোয়ারি অনেক প্রতিশ্রুতি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এসেও প্রত্যাশিত পারফর্ম না করে জায়গা হারিয়ে ফেলেন, কিছুটা আড়ালেই চলে যেতে থাকেন তিনি। এক বছর জাতীয় দলের বাইরে থাকার পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ফিরে শুরুটা জুতসই হয়েছে তার, অবদান রাখতে তিনি নিজেও তৃপ্ত।
সেন্ট ভিনসেন্টে সোমবার বাংলাদেশের জয়ের পথে বেশ কয়েকজনের সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান ছিলো শামীমের। ১৫তম ওভারে দলের রান যখন ৫ উইকেটে ৯৬ তখন ক্রিজে যান তিনি। বাঁহাতি ব্যাটার এরপর খেলছেন স্রেফ ১৩ বলে। তাতেই ১ চার, তিন ছক্কায় এনেছেন মহা-গুরুত্বপূর্ণ ২৭ রান। তার এই ঝড়ো ব্যাটিংয়ে দেড়শোর কাছাকাছি (১৪৭) পুঁজি নিয়ে পরে দল ৭ রানে ম্যাচ জিততে পারে।
সাত নম্বরে নেমে দ্রুত রানা আনার দাবি ছিলো তার কাছে, সেটা তিনি পূরণ করতে পেরেছেন। দ্বিতীয় টি-টোয়েন্টির আগে বাঁহাতি এই ব্যাটার জানালেন লম্বা সময় পর ফিরে এমন কিছু একটার ভীষণ দরকার ছিলো তার ব্যাটে, 'আমি এক বছর পর দলে এসেছি, এই ইনিংসটা আমার দরকার ছিলো। অনেক ভালো লাগছে। আমার দলের জন্যও দরকার ছিলো। আমি আত্মবিশ্বাসী ছিলাম যে দলকে অনেক কিছু দিতে পারব।'
'কাল যে ধরণের উইকেট ছিলো। আমি যখন ক্রিজে যাই মনে হয়েছে আমাকে রান করতে হবে, আমি রান করলে দল ভালো জায়গায় যাবে।'
বুধবার একই ভেন্যুতে সিরিজ জেতার প্রত্যাশা নিয়ে নামবে বাংলাদেশ। শামীম মনে করেন নিজেদের কাজটা করে এই ম্যাচেই তা নিশ্চিত করতে পারবেন তারা।
Comments