শেখ মেহেদীর ঝলকে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশ
দেড়শো ছুঁইছুঁই পুঁজি নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে প্রবল চাপে ফেলেছে বাংলাদেশ। অফ স্পিনার শেখ মেহেদী হাসানের দারুণ বোলিংয়ে পঞ্চাশ রানের আগেই পাঁচ উইকেট হারিয়ে ফেলেছে তারা।
১৪৮ রান তাড়ায় থাকা ওয়েস্ট ইন্ডিজ ৩8 রানে হাrরায় ৫ উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ৫৭। ৪ ওভারের কোটা পূরণ করে স্রেফ ১৩ রান দিয়ে ক্যারিয়ার সেরা ৪ উইকেট পান শেখ মেহেদী।
দ্বিতীয় ওভারেই ব্র্যান্ডন কিংকে আউট করেন তাসকিন আহমেদ। তাসকিনকে উড়াতে গিয়ে টপ এজড হয়ে উঠা তার ক্যাচ মিড অফে লুফেন তানজিদ হাসান তামিম। তৃতীয় ওভারে নিকোলাস পুরানকে তুলে নেন শেখ মেহেদী হাসান। এগিয়ে এসে উড়াতে গিয়ে সহজ স্টাম্পিং হয়ে ফেরেন বাঁহাতি বিস্ফোরক ব্যাটার। ২ রানে ২ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
এরপর জেগে উঠেন জনসন চার্লস। তানজিম হাসান সাকিবকে তার প্রথম ওভারে মারেন দুই ছয়, এক চার। অতিরিক্ত মিলিয়ে ওই ওভারে আসে ২৫ রান। পরের ওভারে শেখ মেহেদীকেও বাউন্ডারি মেরেছিলেন, তবে মেহেদীর বলেই সহজ ক্যাচে বিদায় হয় তার। ৩৩ রানে ৩ উইকেট হারায় ক্যারিবিয়ানরা। মেহেদী খানিক পর আন্দ্রে ফ্লেচারকেও উইকেটের পেছনে ক্যাচ বানান। ৩৭ রানে ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে ফেলে ৪ উইকেট।
এক বল পরই রোস্টন চেজকে একইভাবে বিদায় করেন এই অফ স্পিনার। ৩৮ রানে ৫ উইকেট হারিয়ে খাদের কিনারে চলে যায় স্বাগতিক দল।
Comments