হেনড্রিকসের ঝড়ো সেঞ্চুরিতে ফের হারল পাকিস্তান
সাইম আইয়ুবের দারুণ এক ইনিংসে বড় সংগ্রহ পেল পাকিস্তান। তাতে সিরিজে টিকে থাকার দারুণ সম্ভাবনা জাগাল তারা। কিন্তু সেই পুঁজিই মামুলি হয়ে গেল রেজা হেনড্রিকসের ঝড়ো সেঞ্চুরিতে। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা।
সেঞ্চুরিয়নে শনিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৬ রান করে পাকিস্তান। জবাবে ৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে কিছুটা মন্থর গতিতেই আগায় পাকিস্তান। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের বিদায়ের পর বাবর আজম মাঠে নামলে বাড়ে গতি। সাইমের সঙ্গে ৪৫ বলে ৮৭ রানের জুটি গড়ে জর্জ লিন্ডের বলে আউট হন বাবর। ২০ বলে ৩১ রান করেন সাবেক অধিনায়ক।
এরপর অবশ্য দ্রুত উসমান খান ও তৈয়ব তাহিরকেও হারায় দলটি। তবে চতুর্থ উইকেটে ইরফান খানের সঙ্গে সাইম ৩২ বলের ৭৩ রানের আরও একটি দারুণ জুটি গড়লে বড় পুঁজিই পেয়ে যায় পাকিস্তান। ১৬ বলে ৩০ রান করেন ওটনিল বার্টম্যানের বলে আউট হন ইরফান।
শুরু থেকে দারুণ ব্যাটিং করলেও কিছুটা আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় সাইমকে। ২ রানের জন্য সেঞ্চুরি মেলেনি তার। ৯৮ রানে অপরাজিত থাকেন। ১১টি চার ও ৫টি ছক্কায় সাজান ইনিংস। শেষ ৯ বলে অবশ্য স্ট্রাইকই পাননি সাইম। অন্যথায় সেঞ্চুরি পেতেও পারতেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে দুটি করে উইকেট পেয়েছেন ডায়ান গালিয়েম ও বার্টম্যান।
লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা অবশ্য খুব ভালো করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দলীয় ২৮ রানে জাহানদাদ খানের তোপে ২ উইকেট হারায় দলটি। তবে তৃতীয় উইকেটে রাসি ফন ডার ডাসেনের সঙ্গে হেনড্রিকসের ৮৩ বলে ১৫৭ রানের রেকর্ড জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় প্রোটিয়ারা। টি-টোয়েন্টিতে তৃতীয় উইকেটে এটি তাদের সেরা জুটি।
এরপর হেনড্রিকস ফিরে গেলে বাকি কাজ অধিনায়ক হেইনরিখ ক্লাসেনকে নিয়ে শেষ করে ডাসেন। ৬৩ বলে ১১৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন হেনড্রিকস। ৭টি চার ও ১০টি ছক্কায় সাজান তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি। ৩৮ বলে ৩টি চার ও ৫টি ছক্কায় ৬৬ রানে অপরাজিত থাকেন ডাসেন। পাকিস্তানের পক্ষে দুটি উইকেট নেন জাহানদাদ।
Comments