গিলেস্পির পদত্যাগের পর পাকিস্তান টেস্ট দলেরও দায়িত্বে আকিব
জেসন গিলেস্পির সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সম্পর্ক যে জায়গায় চলে গিয়েছিল তাতে তার পদত্যাগ ছিলো অনুমিত। সাবেক অস্ট্রেলিয়ান পেসার পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ হিসেবে পদত্যাগ করার পর আকিব জাবেদকে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়েছে পিসিবি।
পিসিবি জানায়, আপাতত সাদা বলের পাশাপাশি লাল বলেও দায়িত্ব সামলাবেন আকিব। গত মাসে পাকিস্তানের দাদা বলের দায়িত্ব দেওয়া হয়েছিলো সাবেক এই পেসারকে।
গত এপ্রিলে দুই বছরের চুক্তিতে অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার গিলেপ্সিকে নিয়োগ দিয়েছিলো পিসিবি। কিন্তু এক বছরও পার করতে পারলেন না তিনি। গ্যারি কারস্টেন সাদা বলের দায়িত্ব ছাড়ার পর সাদা বলেও কোচিং করাচ্ছিলেন গিলেস্পি। গত অক্টোবরে তিনি সেই দায়িত্ব ছাড়েন। তখনই তার লাল বলের কোচ হিসেবেও বিদায় নেওয়ার আভাস তৈরি হয়।
বিবৃতিতে পিসিবি জানিয়েছে, লাল বলের কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দায়িত্ব সামলাবেন আকিব। এই সফরে সাদা বলেরও কো তিনি।
দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সফর শুরু করেছে পাকিস্তান, এরপর তারা খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সবার শেষে হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ সিরিজটি শুরু হবে ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে, কেপটাউনে পরের টেস্ট ৩ জানুয়ারি থেকে। এই সিরিজের একটা ম্যাচ জিতলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করবে দক্ষিণ আফ্রিকা।
Comments