চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে লিভারপুল-বার্সেলোনা, বাদ যারা
নতুন আঙ্গিকের এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বের ছয়টি রাউন্ড শেষ। কিন্তু এখনও কোনো দল সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নিতে পারেনি। তবে দুটি ক্লাব ইতোমধ্যে নিশ্চিত করেছে অন্তত প্লে-অফে খেলা। তারা হলো ইংল্যান্ডের লিভারপুল ও স্পেনের বার্সেলোনা।
প্রথমবারের মতো ৩৬টি দল নিয়ে আয়োজিত হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ। প্রতিটি ক্লাব লিগ পর্বে আটটি করে ম্যাচ খেলবে। নকআউট পর্বে জায়গা করে নেবে ২৪টি দল। তাদের মধ্যে পয়েন্ট তালিকার শীর্ষ আটটি দল সরাসরি যাবে শেষ ষোলোতে। পরের ১৬টি দল (নবম থেকে ২৪তম) হোম ও অ্যাওয়ে ভিত্তিতে দুই লেগের প্লে-অফ খেলবে। সেখান থেকে আরও আটটি ক্লাব পাবে শেষ ষোলোর টিকিট।
এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে ৬ ম্যাচের সবকটিতে জিতেছে লিভারপুল। গত মঙ্গলবার রাতে জিরোনাকে তাদের মাঠে ১-০ গোলে হারিয়ে ষষ্ঠ জয়ের স্বাদ নেয় তারা। পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে তারা রয়েছে ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতার পয়েন্ট তালিকার শীর্ষে।
লিভারপুলের পর অন্তত প্লে-অফে খেলা নিশ্চিত করেছে বার্সেলোনা। ৬ ম্যাচে পাঁচ জয় ও এক হারে তাদের অর্জন ১৫ পয়েন্ট। লিভারপুলের ঠিক পেছনে থেকে তারা অবস্থান করছে পয়েন্ট তালিকার দুইয়ে। আগের রাতে রোমাঞ্চকর লড়াইয়ে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে বার্সা জেতে ৩-২ গোলে। বদলি নেমে জোড়া গোল করেন ফেরান তোরেস। অন্য গোলটি আসে রাফিনিয়ার পা থেকে।
পয়েন্ট তালিকা অনুসারে, বাকি থাকা দুই রাউন্ডের সবগুলো ম্যাচের ফল যেমনই হোক না কেন, লিভারপুল ও বার্সেলোনার নকআউটে খেলবে। সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নিতে না পারলেও অন্তত প্লে-অফের ১৬টি ক্লাবের মধ্যে থাকবে তারা।
ইতোমধ্যে প্রথম পর্ব থেকেই বিদায় ঘণ্টা বেজে গেছে তিনটি দলের। জার্মানির আরবি লাইপজিগ, স্লোভাকিয়ার স্লোভান ব্রাতিস্লাভা ও সুইজারল্যান্ডের ইয়াং বয়েজের আর কোনো সুযোগ নেই নকআউট পর্বে যাওয়ার। ৬ ম্যাচের সবকটিতে হারায় তাদের প্রত্যেকের পয়েন্ট এখনও শূন্য।
বিস্ময়কর হলেও চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে ওঠা নিয়ে শঙ্কায় রয়েছে শিরোপাপ্রত্যাশী তিন পরাশক্তি। বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের রিয়াল মাদ্রিদ ৯ পয়েন্ট নিয়ে অবস্থান করছে ২০ নম্বরে। ৮ পয়েন্ট পাওয়া ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটির আছে ২২তম স্থানে। ২৫ নম্বরে থাকা ফ্রান্সের পিএসজির পয়েন্ট ৭।
Comments