ভারতের বিপক্ষে ফাইনালে দুইশোর নিচে থামল বাংলাদেশ
শুরুতে উইকেট হারানো বাংলাদেশকে টানছিলেন শিহাব জেমস আর রিজান হোসেন। তবে থিতু হয়েও এই দুজন ইনিংস বড় করতে পারেননি, শেষ দিকে কিপার ব্যাটার ফরিদ হাসান চেষ্টা চালালেও যুব এশিয়া কাপের ফাইনালে দুইশোর নিচে থেমেছে বাংলাদেশের ইনিংস।
রোববার ওয়ানডে সংস্করণের যুব এশিয়া কাপের ফাইনালে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ অলআউট হয়েছে ১৯৮ রানে। দলের হয়ে ৬৫ বলে সর্বোচ্চ ৪৭ রান করেছেন রিজান। ৬৭ বলে ৪০ আসে শিহাবের ব্যাট থেকে। ১৬৭ রানে ৮ উইকেট হারানোর পর টেল এন্ডারদের নিয়ে দলকে দুইশোর কাছে নিতে ৪৯ বলে গুরুত্বপূর্ণ ৩৯ রানের ইনিংস খেলেন ফরিদ।
টস হেরে ব্যাট করতে নেমে ১৭ রানে কালাম সিদ্দিকিকে হারায় বাংলাদেশ। একাদশ ওভারে ফেরেন থিতু হওয়া আরেক ওপেনার জাওয়াদ আবরার (২০)। অধিনায়ক আজিজুল হাকিম তামিম আগের ম্যাচগুলোতে দারুণ খেললেও এদিন ব্যর্থ। ২৮ বলে ১৬ রান করে তিনি ক্যাচ দিয়ে ফিরলে চাপে পড়ে দল।
এরপর শিহাব-রিজান মিলে গড়েন প্রতিরোধ। যোগ করেন ৬২ রান। দুজনেই ফেরেন অসময়ে। আয়ুশ হাটরের বলে ক্যাচ দিয়ে থামেন শিহাব। হার্দিক রাজের বলে বোল্ড হয়ে যান রিজান।
দেবাশীষ দেবা, সাইমুন বাসির ব্যর্থ হলে দলকে এরপর টানেন ফরিদ। নবম উইকেটে মারুফ মৃধাকে নিয়ে যোগ করেন ৩১ রান।
দুবাইর উইকেট কিছুটা মন্থর, তবে তাও এই পুঁজি নিয়ে ম্যাচ জিতে শিরোপা ধরে রাখতে হলে বাংলাদেশের বোলারদের দেখাতে হবে ঝলক।
Comments