ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ বছর ধরে অপরাজেয় বাংলাদেশ
ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে যেন বাংলাদেশ এক অজেয় শক্তি, অন্তত গত ৬ বছরের পরিসংখ্যান টানলে সেটাই দাঁড়ায়। ৫০ ওভারের ক্রিকেটে নিজেদের মাটি শক্ত করার পর ক্যারিবিয়ানদের কাছে আর হারেনি লাল সবুজের প্রতিনিধিরা। এবার সেই অপরাজিত থাকার ধারা বজায় রাখার চ্যালেঞ্জ।
ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডেতে বাংলাদেশ সর্বশেষ হেরেছিল ২০১৮ সালের ডিসেম্বরে, মিরপুরে। এরপর দলটির বিপক্ষে ঘরে-বাইরে মিলিয়ে জিতেছে টানা চারটি সিরিজ। সেন্ট কিটসে আজ রোববার আরেকটি সিরিজ শুরুর আগে নিশ্চিতভাবেই বাংলাদেশ ফেভারিট।
এক সময় ওয়েস্ট ইন্ডিজ ছিলো বাংলাদেশের কাছে অজেয় শক্তি। টেস্ট মর্যাদা পাওয়ার পর ধীরে ধীরে এগিয়ে যাওয়ার স্রোতে সেই ব্যবধান গুছিয়ে নিজেরাই এগিয়ে গেছে। দুই দলের সব মিলিয়ে পরিসংখ্যান অবশ্য দাঁড়িয়ে সমান-সমান অবস্থায়।
ওয়ানডেতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়েছে ৪৪ বার। দুই দলই জিতেছে ২১টি করে ম্যাচ। ২ ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
২০২২ সালে সর্বশেষ সিরিজ হয়েছিল গায়ানায়। গায়ানায় সেবার উইকেট ছিলো অতি মন্থর। মিরপুরের ধরণের উইকেটে ক্যারিবিয়ানদের তিন ম্যাচের একটাতেও দাঁড়াতে দেয়নি বাংলাদেশ। এবার খেলা হবে সেন্ট কিটসে। এই ভেন্যুতেও রেকর্ড বাংলাদেশের পক্ষে। এখানে তিন ম্যাচ খেলে দুটিতেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।
এবার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে না পেলেও বাংলাদেশই এগিয়ে থাকবে।
ব্যাটিংয়ে বাংলাদেশ কিছুটা পিছিয়ে থাকলেও বোলিং শক্তিতে বেশ খানিকটা এগিয়ে আছে। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, শরিফুল ইসলামরা আছেন। মেহেদী হাসান মিরাজের স্পিনও ক্যারিবিয়ানদের জন্য বরাবর চিন্তার কারণ। এদিকে ছন্দে থাকা ম্যাথু ফোর্ড, শামার জোসেফদের পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ।
সাম্প্রতিক পারফরম্যান্সে অবশ্য এগিয়ে থাকবে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে সর্বশেষ সিরিজে তারা ২-১ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ডকে। উল্টো দিকে গত মাসে শারজায় আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া ম্যাচে বাংলাদেশ খেলবে মিরাজের নেতৃত্বে। শান্তর অনুপস্থিতিতে টেস্টের পর এবার ওয়ানডেতেও অধিনায়কত্বের অভিষেক হচ্ছে তার। বাংলাদেশকে স্বস্তি দিবে সৌম্য সরকারের ফর্ম। ক্যারিবিয়ান মাঠেই গ্লোবাল সুপার লিগে ঝলক দেখিয়ে টুর্নামেন্ট সেরা হন তিনি। এক সিরিজ পর ওয়ানডে দলে ফেরা লিটন দাসকেও নিয়েও আশাবাদী হতে পারে দল। শান্ত-মুশফিকদের অনুপস্থিতিতে অভিজ্ঞ হিসেবে দায়িত্ব পালনের ভার তাদের উপর।
পরিসংখ্যান বিপক্ষে কথা বললেও ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের কোচ ড্যারেন স্যামি জানিয়েছেন তাদের প্রত্যয়ের কথা, 'আমরা অন্য সব হোম সিরিজের মতন জয়ের খোঁজে থাকব। যদিও আমরা জানি যাদের বিপক্ষে খেলব জেতাটা নিশ্চয়তা দেয়া যায় না। আমরা যা করতে পারি সেদিকে নজর দিচ্ছি। আমি অনেকটা নিশ্চিত যে আমরা ভালো করব।'
Comments