এমন ম্যাচেও হারল বাংলাদেশ
জিততে হলে নতুন রেকর্ড গড়তে হতো বাংলাদেশকে। কিন্তু কাজটা সহজ করে দিয়েছিলেন আইরিশ ফিল্ডাররা। একের পর এক ক্যাচ মিস। মিস করলেন রানআউট ও স্টাম্পিংও। তাতে দিলারা আক্তার ও সোবহানা মোস্তারির ব্যাটে উড়ন্ত সূচনা পেয়ে যায় বাংলাদেশ। ওপেনিংয়ে আসে ১০৩ রানের রেকর্ড জুটি। কিন্তু এর পরের ব্যাটাররা পারেননি দায়িত্ব নিতে। ফলে হারতেই হয় বাংলাদেশকে।
বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ১২ রানে হারিয়েছে আয়ারল্যান্ড। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান করে দলটি। জবাবে নিজেদের নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রানের বেশি করতে পারেনি নিগার সুলতানার দল।
জয়ের জন্য এদিন শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ১৮ রানের। ১৯তম ওভারে ওরলা প্রেনডারগাস্টের দুর্দান্ত বোলিংয়েই শেষ হয়ে যায় বাংলাদেশের আশা। সে ওভারে কোনো রান না দিয়ে দুটি উইকেট তুলে নেন এই পেসার। পরের ওভারে একটি উইকেট তুলে ৫ রান দেন আরলিন ক্যালি। ফলে ১২ রান দূরেই থামে বাংলাদেশ।
তবে লক্ষ্য তাড়ায় নেমে এদিন নিজেদের সর্বোচ্চ রান তুলেছিল বাংলাদেশ। এর আগে পাকিস্তানের বিপক্ষে ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেটে ১৫২ রান তুলেছিল বাঘিনীরা। তবে সফল রান তাড়ায় রেকর্ডটা আরও ছোট। গত বছর কলম্বোতে শ্রীলঙ্কার দেওয়া ১৪৬ রানের লক্ষ্যে ৬ উইকেটের জয় ছিল বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড।
লক্ষ্য তাড়ায় নেমে এদিন উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। ৭২ বলে ১০৩ রানের জুটি গড়েন সোবহানা ও দিলারা। যা ওপেনিং জুটিতে নতুন রেকর্ড। এর আগে কখনোই ওপেনিংয়ে একশ রানের জুটি গড়তে পারেনি বাংলাদেশ। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮১ রানের জুটি গড়েছিলেন আয়শা রহমান ও রুমানা আহমেদ। সেই ম্যাচেও দারুণ শুরুর পর হেরেছিল বাঘিনীরা।
মূলত ওপেনিং জুটি ভাঙার পরই ম্যাচের ঘুরে যেতে থাকে। সাত রানের ব্যবধানে দুই ওপেনারের সঙ্গে অধিনায়ক নিগার সুলতানা বিদায় নেন। এরপর শারমিন আক্তার সুপ্তার সঙ্গে ২৭ রানের জুটি গড়ে বিদায় নেন তাজ নেহার। এরপর এক প্রান্তে আগলে টিকে ছিলেন ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলা শারমিন। কিন্তু তাকে কেউ স্ট্রাইক না দিয়ে নিজেরাই বড় শট খেলতে যান। কিন্তু বল নষ্ট করে আউট হয়ে উল্টো দলকে ফেলেছেন চাপে।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস খেলেন দিলারা। ৪১ বলে দুটি করে চার ও ছক্কায় এই রান করেন তিনি। সোবহানা খেলেন ৪৬ রানের ইনিংস। ৩৫ বলে ৩টি চার ও ২টি ছক্কায় এই রান করেন তিনি। ১৩ বলে দুটি চারে ২৩ রান করে অপরাজিত থাকেন শারমিন। আয়ারল্যান্ডের হয়ে ২৪ রানের খরচায় ৩টি উইকেট নেন প্রেনডারগাস্ট। ২২ রানের বিনিময়ে ৩টি শিকার আরলিনেরও।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি আইরিশদের। দলীয় ১৬ রানে এমি হান্টারকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙেন জাহানারা আলম। এরপর তিন নামা ওরলা প্রেনডারগাস্টকেও খুব বেশি আগাতে দেননি জান্নাতুল ফেরদৌস। তবে অধিনায়ক গ্যাবি লুইস ও লিয়াহ পলের জুটিতে বড় পুঁজিই পেয়ে যায় দলটি।
তৃতীয় উইকেটে ১০৭ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার। দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন লিয়াহ। ৪৫ বলের ইনিংসে ১০টি চার ও ২টি ছক্কায় এই রান করেন তিনি। আর গ্যাবির ব্যাট থেকে আসে ৬০ রান। ৪২ বলে ৭টি চার ও ২টি ছক্কায় এই রান করেন তিনি।
Comments