বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট শুরুর অপেক্ষা আরও বাড়ল
মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ে হলো না বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্টের টস। বাংলাদেশ সময় অনুসারে, রাত ১০টা ও ১২টায় দুই দফা মাঠ পরিদর্শন করেও খেলা শুরুর সিদ্ধান্ত দিতে পারলেন না আম্পায়াররা। আরও এক ঘণ্টা অপেক্ষার পর আরেক দফা মাঠ পর্যবেক্ষণ করবেন তারা।
শনিবার জ্যামাইকার স্যাবাইনা পার্কে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত নয়টায়। কিন্তু টস নির্ধারিত সময়ে না হওয়ায় পিছিয়ে গেছে ব্যাট-বলের লড়াই। গত কয়েক দিনের প্রচুর বৃষ্টির কারণে মাঠ এখনও খেলার জন্য প্রস্তুত নয়।
এদিন সকাল থেকে আবহাওয়া অবশ্য রোদ ঝলমলে। তবে পিচের দুই প্রান্তের কাছাকাছি দুটি জায়গা ও আউটফিল্ডের বেশ কিছু অংশ এখনও ভেজা। সেসব ঠিকঠাক করতে প্রচুর বালি ব্যবহার করছেন মাঠকর্মীরা। এই টেস্টের ধারাভাষ্যকার ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক খেলোয়াড় স্যামুয়েল বাদ্রি বলেছেন, আবহাওয়া এরকম থাকলে শিগগিরই খেলা শুরু হবে।
মাঠ অপ্রস্তুত থাকায় ইতোমধ্যে প্রথম সেশনের খেলা বাতিল হয়ে গেছে। বাংলাদেশ সময় অনুসারে, রাত ১টায় ফের মাঠ পর্যবেক্ষণ করবেন আম্পায়াররা। পরিস্থিতির যথেষ্ট উন্নতি হলে তখন টস ও খেলার শুরুর সময় জানানো হবে।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছিল ২০১ রানের বিশাল ব্যবধানে। বোলিং তুলনামূলক ভালো হলেও ব্যাটিং ছিল যাচ্ছেতাই। ফিল্ডিংও হয়নি প্রত্যাশা অনুসারে। সিরিজে সমতা টানতে তাই তিন বিভাগেই উন্নতি করতে হবে টাইগারদের।
বৃষ্টির কারণে প্রচুর আর্দ্রতার পাশাপাশি স্যাবাইনা পার্কের উইকেটে অনেক বেশি ঘাস দেখা যাচ্ছে। অর্থাৎ সেখানে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের উইকেটের চেয়েও পেসারদের জন্য থাকতে পারে বাড়তি সুবিধা। তাই চ্যালেঞ্জও বেশি ধুঁকতে থাকা মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন টাইগারদের।
পিচ নিয়ে ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট বলেছেন, 'এটা পুরোপুরি ভিন্ন বলা যাবে না (অ্যান্টিগার থেকে)। তবে আরও বেশি ঘাস আছে, যা দেখে ভালো লাগল। অনেক বৃষ্টি হওয়ায় আর্দ্রতাও আছে। সতেজ হয়েই শুরু করতে হবে আমাদের।'
ওয়েস্ট ইন্ডিজ তাদের একাদশ রাখতে পারে অপরিবর্তিত। চার গতিময় পেসার আলজারি জোসেফ, শামার জোসেফ, কেমার কোচ ও জেডেন সিলসের সঙ্গে পেস অলরাউন্ডার জাস্টিন গ্রিভস থাকায় ঘাসে ভরা উইকেটের জন্য তাদের বোলিং লাইনআপ আদর্শ।
সফরকারী বাংলাদেশ আগের টেস্ট খেলেছিল তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম আর দুই স্পিনার মিরাজ ও তাইজুল ইসলামকে নিয়ে। এবার একাদশে পেসার একজন বাড়ানো হয় কিনা দেখার বিষয়। চার পেসার নিয়ে খেললে তাইজুলের জায়গায় ঢুকতে পারেন নাহিদ রানা।
Comments