হতাশা বাড়ছে বাংলাদেশের, গ্রিভসকে আউটের সুযোগ হাতছাড়া

জাস্টিন গ্রিভস। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

দিনের শুরুটা বাংলাদেশের জন্য হলো প্রত্যাশা অনুসারে। তিন ওভারের মধ্যে পেসার হাসান মাহমুদ নিলেন ২ উইকেট। এরপর ওয়েস্ট ইন্ডিজ ঘুরে দাঁড়ানোয় হতাশা ক্রমশ বাড়ছে সফরকারীদের। কেমার রোচকে নিয়ে অষ্টম উইকেটে শতরানের জুটি গড়ে ফেলেছেন জাস্টিন গ্রিভস। তাতে সাড়ে তিনশ পেরিয়ে গেছে ক্যারিবিয়ানদের পুঁজি। তবে জুটি ভাঙার সুযোগ এলেও তা নিতে পারেনি টাইগাররা।

শনিবার অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের প্রথম ঘণ্টা শেষে স্বাগতিকদের সংগ্রহ ১২৪ ওভারে ৭ উইকেটে ৩৭০ রান। ছয়ে নামা গ্রিভস আস্থার সঙ্গে ক্রিজে আছেন ১৪৩ বলে ৮৩ রানে। নয়ে নামা রোচ তাকে যোগ্য সঙ্গ দিয়ে ব্যাট করছেন ১১৮ বলে ৩১ রানে। তাদের অবিচ্ছিন্ন জুটির রান ২২৬ বলে ১০৯। অথচ ১১৯তম ওভারেই আলাদা হতে পারতেন দুজন। গ্রিভস কট বিহাইন্ড হলেও আবেদন করেনি বাংলাদেশ।

পেসার তাসকিন আহমেদের করা ওভারটির দ্বিতীয় বল গ্রিভসের ব্যাটের বাইরের কানা স্পর্শ করে জমা পড়ে জাকের আলি অনিকের গ্লাভসে। দ্বিতীয় সেশনের শুরু থেকে লিটন দাসের বদলে কিপিং করতে থাকা জাকের সেটা টেরই পাননি। মাঠের অন্য কোনো ফিল্ডাররাও কিছু বুঝতে পারেননি। তাই বাংলাদেশের দিক থেকে কোনো আপিল হয়নি। ফলে হাতছাড়া হয় আক্ষেপ জাগানো জুটি ভাঙার নিশ্চিত সুযোগ। ৭৭ রানে বেঁচে যান ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির সুবাস পেতে থাকা অলরাউন্ডার গ্রিভস।

এর আগে প্রথম সেশনে আম্পায়ার্স কলে বেঁচে যান রোচ। হাসানের লেগ স্টাম্পের বল ফ্লিক করতে গিয়ে ব্যর্থ হন তিনি। এলবিডব্লিউয়ের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নেন রিভিউ। বল ট্র‍্যাকিংয়ে দেখা যায়, লেগ স্টাম্পের বাইরে দিকে লাগত বল। তখনও রানের খাতা খোলেননি পেসার রোচ।

এরপর সময় যত গড়াচ্ছে, হতাশা তত বাড়ছে বাংলাদেশের। গ্রিভস-রোচের জুটি প্রতিরোধ ছাপিয়ে উল্টো তাদেরকে ফেলে দিয়েছে চাপে। কট বিহাইন্ডের ওই সুযোগ নষ্ট হওয়া ছাড়া সেই অর্থে বোলাররা ভীতি জাগাতে পারছেন না। পিচে থাকা দুই ক্যারিবিয়ান ব্যাটার বাউন্ডারি মারা বা বড় শট খেলার চেষ্টা করছেন না। মূলত এক-দুই নিয়েই রানের চাকা সচল রাখছেন। ফলে বাংলাদেশের ফিল্ডারদেরও ঘাম ঝরছে প্রচুর।

তৃতীয় টেস্ট খেলতে নামা গ্রিভস ৮৮ বলে পৌঁছান ক্যারিয়ারের প্রথম ফিফটিতে। নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে রোচের সঙ্গে তার জুটির পঞ্চাশ পূর্ণ হয় ১০২ বলে। এরপর সেটা একশ স্পর্শ করে ১৯৭ বলে। সকালে জশুয়া ডা সিলভা ও আলজারি জোসেফকে হারানোর ধাক্কা সামলে এখন প্রথম ইনিংসে চারশ রানের পুঁজি পাওয়ার দিকে এগোচ্ছে স্বাগতিকরা।

Comments

The Daily Star  | English

Fakhrul calls for unity among parties to restore democracy

Says empowering people through elections is the shared responsibility of all political forces

1h ago