প্রস্তুতি ম্যাচের প্রথম দিন

অচেনা বোলারদের সামনেও ভঙ্গুর টপ অর্ডার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে নামার আগে বাংলাদেশের টপ অর্ডারদের প্রস্তুতি ভালো হয়নি। ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের হয়ে খেলতে নামা অচেনা বোলারদের সামনেই নড়বড়ে দেখা গেল মাহমুদুল হাসান জয়, জাকির হাসানদের।

রোববার শুরু হওয়া দুই দিনের ম্যাচের প্রথম দিনে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৫৩ রান তুলে ইনিংস ছেড়ে দেয় বাংলাদেশ। শেষ বিকেলে প্রতিপক্ষ ২ ওভার ব্যাট করে ১ উইকেটে করেছে ৫ রান।

ব্যাট করতে নেমে ৬ষ্ঠ ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। শেরন লুইসের বলে খোঁচা মেরে স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন মাহমুদুল হাসান জয়, করেন স্রেফ ৮ রান। আরেক ওপেনার জাকির হাসান থিতু হওয়ার চেষ্টায় ছিলেন। ৩৪ বলে ১৫ করে তিনিও ক্যাচ দিয়ে বিদায় নেন।

অভিজ্ঞ মুমিনুল হক ও শাহাদাত হোসেন দিপু মিলে জুটি গড়েছিলেন। ৪৭ রান যোগ হওয়ার পর ভুল করে বসেন মুমিনুল। ৩১ করা মুমিনুল ন্যাথান এডওয়ার্ডের বলে ক্যাচ দিয়ে থামেন। দিপুও থিতু হয়েই বিদায়।  জাস্টিন গ্রেইভসের ভেতরে ঢোকা বলে বোল্ড হয়ে ফেরেন ২৫ রান করে। ১০১ রানে পড়ে যায় ৪ উইকেট।

তবে রান পেয়েছেন মিড অর্ডার, লোয়ার মিডল অর্ডারের বাকি তিন ব্যাটার লিটন দাস, জাকের আলি অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কন।

লিটন ৫৩ বলে ৩১ করে স্বেচ্ছায় অবসর নিয়ে বেরিয়ে যান। জাকের ১১০ বলে ৪৮ করে একইভাবে বেরিয়ে যান। ৮৭ বলে ৪১ করে অবসর নেন মাহিদুল। তবে রান পাননি ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। চাইম হোল্ডারের অলে ১১ রান করে আউট হন মিরাজ। এরপর হাসান মাহমুদ আউট হতেই খেলা ছেড়ে দেয় বাংলাদেশ।

বোলিংয়ে অবশ্য শুরুতেই সাফল্য পায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট হাসান মাহমুদের করা তৃতীয় বলেই কিপারের গ্লাভসে ক্যাচ দিয়ে বিদায় নেন।

Comments

The Daily Star  | English

Train staffers call off strike

The strike was withdrawn after the union received assurances that their demands would be addressed

1h ago