বিপিএলের ড্রাফট

উপেক্ষিত মোসাদ্দেক-শুভাগত-মুমিনুল, আগ্রহের তলানিতে রিশাদ

Mosaddek Hossain, Shuvagata Hom & Mominul Haque

বিপিএলের গত আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে নেতৃত্ব দিয়েছিলেন শুভাগত হোম চৌধুরী। তার নেতৃত্বে দলটি খেলেছিল প্লে অফ রাউন্ডে। ঢাকার ফ্যাঞ্চাইজির নেতৃত্বে শুরুতে ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। দেশের ঘরোয়া ক্রিকেটের এই দুই কার্যকর অলরাউন্ডার এবার বিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে দল পেলেন না।

'এ' ক্যাটাগরিতে থাকা লেগ স্পিনার রিশাদ হোসেনকে ফরচুন বরিশাল দলে নিলেও ড্রাফটের শুরু দিকে ছিলেন উপেক্ষিত। চতুর্থ রাউন্ডের ৪২ জন দেশি-বিদেশি খেলোয়াড় দল পাওয়ার পর তিনি দল পান। অথচ গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফর্ম করে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে দল পেয়েছেন তিনি।

সোমবার রাজধানী হোটেল সোনারগাঁওতে নির্ধারিত সময়ের প্রায় এক ঘন্টা দেরিতে শুরু হয় প্লেয়ার্স ড্রাফট। আয়োজনকে ব্যবস্থাপনায় আগেরবারের থেকেও এলোমেলো পরিবেশ দেখা মেলে।

ড্রাফটে শুরুতে আগ্রহ ছিলো লিটন দাস, তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্তর দিকে। লিটন ও তাসকিন প্রথম রাউন্ডেই দল পেয়ে যান। লিটনকে নেয় ঢাকা ক্যাপিটালস, তাসকিনকে দলে ভেড়ায় দুর্বার রাজশাহী। প্রথম রাউন্ডে উপেক্ষিত থাকার পর দ্বিতীয় রাউন্ডে গিয়ে দল পান শান্ত। ফরচুন বরিশাল ডাকে তাকে। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা দল পান প্রথম রাউন্ডেই। তাকে নেয় সিলেট স্ট্রাইকার্স।

ড্রাফটে থাকা ৬০ লাখ পারিশ্রমিকের 'এ' ক্যাটাগরির সবাই দল পেলেও রিশাদ লম্বা সময় থেকে যান অনাগ্রহে। চার রাউন্ডের পর বরিশালের নজরে পড়েন তিনি।

তবে বিস্ময়করভাবে ৬ রাউন্ডেও দল মেলেনি মোসাদ্দেক, শুভাগত। গতবারে মতন এবারও ড্রাফট থেকে দল পাননি মুমিনুল হক। বিপিএলে নিয়মিত পারফর্ম করলেও আগ্রাসী ব্যাটার সৈকত আলি থেকেছেন উপেক্ষিত। কিছুটা অবাক করে দিয়ে দল পেয়ে গেছেন মার্শাল আইয়ুব।

দল পাননি বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু, বাঁহাতি ব্যাটার ফজলে মাহমুদ রাব্বি। কেউ আগ্রহ দেখায়নি বাঁহাতি পেস অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরীর ব্যাপারেও।

যারা দল পাননি তাদের সুযোগ শেষ হয়ে যায়নি। ড্রাফটের বাইরে থেকে চাইলে কোন দল তাদের দলে নিতে পারবে। সেক্ষেত্রে পারিশ্রমিকের অঙ্ক ঠিক হবে দুই পক্ষের আলোচনার ভিত্তিতে।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন আগামী ২৭ ডিসেম্বর শুরু হবে বিপিএলের একাদশ আসর। 

ঢাকা ক্যাপিটালস:

সরাসরি চুক্তিতে: তানজিদ হাসান তামিম ও মোস্তাফিজুর রহমান, স্টিফেন এসকেনজাই। 
ড্রাফট থেকে:  লিটন দাস, হাবিবুর রহমান সোহান, আবু জায়েদ চৌধুরী, মুকিদুল ইসলাম মুগ্ধ, সাইম আইয়ুব (পাকিস্তান), আমির হামজা হোটাক (আফগানিস্তান), সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান মিতুল, শাহাদাত হোসেন দিপু।

সিলেট স্ট্রাইকার্স:

সরাসরি চুক্তিতে: জাকের আলি অনিক।
ধরে রাখা: জাকির হাসান ও তানজিম হাসান সাকিব।
ড্রাফট থেকে:  রনি তালুকদার, মাশরাফি বিন মর্তুজা, আল-আমিন হোসেন,  আরফাত সানি, রাহকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ), সামিউল্লাহ শেনওয়ারি (আফগানিস্তান), রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম, রিচ  টপলি (ইংল্যান্ড)। 

চিটাগাং কিংস:

সরাসরি চুক্তিতে:  সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম, বিনুরা ফার্নেন্দো (শ্রীলঙ্কা), অ্যাঞ্জেলো ম্যাথিউস (শ্রীলঙ্কা), মঈন আলি (ইংল্যান্ড), উসমান খান (পাকিস্তান), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র (পাকিস্তান)।  
ড্রাফট থেকে:  শামীম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন,  খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, গ্রায়েম ক্লার্ক (ইংল্যান্ড), থমাস ও'কর্নেল  (অস্ট্রেলিয়া), মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস জাভেদ, শেখ পারভেজ জীবন, মার্শাল আইয়ুব।  

দুর্বার রাজশাহী:

সরাসরি চুক্তিতে: এনামুল হক বিজয়।
ড্রাফট থেকে:  তাসকিন আহমেদ, জিসান আলম,  ইয়াসির আলি রাব্বি, সাব্বির হোসেন , সাদ নাসিম (পাকিস্তান), লাহিরু সামারাকুন(শ্রীলঙ্কা), সানজামুল ইসলাম, এম মেহরব হোসেন, আকবর আলি, হাসান মুরাদ, শফিউল ইসলাম সুহাস, মোহর শেখ অন্তর।  

ফরচুন বরিশাল:

সরাসরি চুক্তিতে: তাওহিদ হৃদয়, দাবিদ মালান (ইংল্যান্ড), ডেভিড মিলার (ইংল্যান্ড), কাইল মেয়ার্স (ওয়েস্ট ইন্ডিজ), ফাহিম আশরাফ (পাকিস্তান), মোহাম্মদ আলি (পাকিস্তান), খান জাহানবাদ (পাকিস্তান)।   
ধরে রাখা: তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
ড্রাফট থেকে: মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, জেফস ফুলার (ইংল্যান্ড), পাথুম নিশানকা (শ্রীলঙ্কা), ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, নাদ্রে বার্গার (দক্ষিণ আফ্রিকা), শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম।  

রংপুর রাইডার্স:

সরাসরি চুক্তিতে:  মোহাম্মদ সাইফুদ্দিন, খুশদিল শাহ (পাকিস্তান), ইফতেখার আহমেদ (পাকিস্তান), আলেক্স হেলস (ইংল্যান্ড), মোহাম্মদ নবি (আফগানিস্তান)। 
ধরে রাখা: নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী হাসান।
ড্রাফট থেকে: নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার , রাকিবুল হাসান, আকিফ জাভেদ (পাকিস্তান), কার্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড), রেজাউর রহমান রাজা, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম রাব্বি, তওফিক খান তুষার। 

খুলনা টাইগার্স:

সরাসরি চুক্তিতে: মেহেদী হাসান মিরাজ, ওশান থমাস (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান)
ধরে রাখা: আফিফ হোসেন ও নাসুম আহমেদ।
ড্রাফট থেকে: হাসান মাহমুদ, নাঈম শেখ, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ হাসনাইন (পাকিস্তান), লুইস গ্রেগরি (ইংল্যান্ড), আবু হায়দার রনি, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়। 

Comments

The Daily Star  | English

Manmohan Singh passes away at 92

Former Indian prime minister Manmohan Singh, the architect of India's economic reforms, passed away in New Delhi last night. He was 92.

2h ago