হৃদয়, ইমনদের নিয়ে ইমার্জিং এশিয়া কাপের স্কোয়াড দিল বিসিবি

Tawhid Hridoy
ফাইল ছবি: স্টার

সীমিত সংস্করণের ক্রিকেটে বাংলাদেশ দলে থিতু হয়ে গেছেন তাওহিদ হৃদয়। ৬২টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়ে গেছে তার। তবু ইমার্জিং এশিয়া কাপের বাংলাদেশ 'এ' দলের স্কোয়াডে পাঠানো হচ্ছে তাকে। এই স্কোয়াডে আছেন নাঈম শেখ, তানজিম হাসান সাকিবের মতন আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা থাকা আরও কয়েকজন।

রোববার ঘোষিত ইমার্জিং এশিয়া কাপের স্কোয়াডে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকা ক্রিকেটার আছেন সাতজন। অধিনায়ক করা হয়েছে সদ্য সমাপ্ত ভারত সফরে ওপেনিং করা পারভেজ হোসেন ইমনকে। 
২০১৮ সালে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলা ২৮ পেরুনো  বাঁহাতি পেসার আবু হায়দার রনিকেও রাখা হয়েছে এই দলে। ভারত সফরের দলে থাকা জাকের আলি অনিক ও পেসার তানজিম হাসান সাকিবও জায়গা পেয়েছে। এরমধ্যে তানজিম জাতীয় দলে সীমিত ওভারে নিয়মিত মুখ।

জাতীয় দলে জায়গা হারানো নাঈম শেখ, শামীম হোসেন পাটোয়ারি এই আসর দিয়ে থাকছেন ফেরার লড়াইয়ে।

একদম উদীয়মানদের মধ্যে মূলত জিসান আলম,  মাহফুজুর রহমান রাব্বি,  ওয়াসি সিদ্দিকিরা জায়গা পেয়েছেন।

আগামী ১৮ অক্টোবর ওমানের মুসকাটে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ইমার্জিং এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ।  এরপর ২০ অক্টোবর আফগানিস্তান এবং ২২ অক্টোবর তারা খেলবে শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে। 

ইমার্জিং এশিয়া কাপের বাংলাদেশ '' দল:  পারভেজ হোসেন ইমন (অধিনায়ক), জিসান আলম, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মাহফুজুর রহমান রাব্বি, আকবর আলি, জাকের আলি অনিক, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, তানজিম হাসান সাকিব, ওয়াসি সিদ্দিকি, আলিস আল ইসলাম, রেজাউর রহমান রাজা, রিপন মন্ডল।

Comments

The Daily Star  | English

Cargo ship with Pakistani goods reaches Ctg anchorage

On its second trip, it brings refined sugar, dolomites, fabrics, electronics, etc from Pakistan and UAE

2h ago