নিঃস্বার্থ ক্রিকেটার দলে চাই: সূর্যকুমার

Suryakumar Yadav & Sanju Samson

ছক্কা মেরে ফিফটির পর বাউন্ডারি মেরে সেঞ্চুরিতে পৌঁছান সঞ্জু স্যামসন। হাতে সময় থাকলেও নিরাপদ পথে মাইলফলক স্পর্শের চিন্তায় যাননি তিনি। ম্যাচ শেষে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব জানালেন, তাদের দলের মোটিভই এখন এটাই।

শনিবার হায়দরবাদে রেকর্ড চার-ছক্কার ঝড়ে ২৯৭ রান করে বাংলাদেশকে ১৩৩ রানে বিধ্বস্ত করে ভারত। টস জিতে ব্যাট করতে নামা ভারতের হয়ে ক্রিজে যেই এসেছেন খেলেছেন আগ্রাসী মেজাজে। নিরাপদে থিতু হওয়ার কথা না ভেবে খুঁজেছেন বাউন্ডারির পথ।

এভাবেই ৪৭ বলে ১১১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন স্যামসন। ৩৫ বলে ৭৫ করেন সূর্যকুমার। মাত্র ১৮ বলের উপস্থিতিতে ৪৭ করে হার্দিক পান্ডিয়া। স্বীকৃত টি-টোয়েন্টিতে বাউন্ডারি থেকেই ২৩২ রান তুলে রেকর্ড গড়ে ভারত। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ (২৯৭) রানের পুঁজির রেকর্ডও গড়ে তারা।

গোটা সিরিজেই বাংলাদেশের বিপক্ষে ভারত খেলেছে একই অ্যাপ্রোচে। আগ্রাসী ব্যাটিং করে প্রতিপক্ষকে ঘায়েল করেছে সহজে। তিন ম্যাচের সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার পর সূর্যকুমার বললেন, ফলের চেয়ে বড় অর্জন নিঃস্বার্থ ক্রিকেটার পাওয়া,  'দল হিসেবে আমরা অনেক কিছু অর্জন করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিঃস্বার্থ ক্রিকেটার দলে চাই। নিঃস্বার্থ দল হয়ে উঠতে চাই। মাঠের বাইরে যতটা সম্ভব একসঙ্গে কাটাতে চাই, মাঠের পারফরম্যান্স উপভোগ করতে চাই। '

'দলের ভেতর এমন আলোচনাই আছে। সিরিজ শুরুর আগে গৌতি (গৌতম গম্ভীর) ভাই এই কথাই বলেছিলেন, আমরা যখন শ্রীলঙ্কায় গিয়েছিলাম তখন তা বলেছিলেন যে দলের চেয়ে বড় কেউ না। কেউ যদি ৪৯ বা ৯৯ রানে থাকে তখনও তাকে দলের কথা ভেবে শট খেলতে হবে। সঞ্জুই তাই করেছে। ওর জন্য আমি খুশি।'

Comments

The Daily Star  | English

Cargo ship with Pakistani goods reaches Ctg anchorage

On its second trip, it brings refined sugar, dolomites, fabrics, electronics, etc from Pakistan and UAE

2h ago