শেষমেশ পিছিয়েই গেল ভারত দলের বাংলাদেশে আসা

ছবি: এএফপি

আভাস পাওয়া গিয়েছিল গত সপ্তাহেই। সেই শঙ্কাই শেষমেশ সত্যি হলো। চলতি বছর ভারত দল আসবে না বাংলাদেশ সফরে। তবে তা একেবারে বাতিল হয়ে গেল না। বরং ১৩ মাস পিছিয়ে দেওয়া হলো সফরটি।

আগামী আগস্ট মাসে বাংলাদেশে আসার কথা ছিল রোহিত শর্মা-বিরাট কোহলিদের। সেটা আর হচ্ছে না। পরিবর্তিত সূচিতে সফরটি হবে আগামী বছরের সেপ্টেম্বর মাসে। তখন তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।

শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই) যৌথ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, 'পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিসিবি ও বিসিসিআই ২০২৫ সালের আগস্টে অনুষ্ঠেয় সাদা বলের সিরিজ দুটি ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করতে সম্মত হয়েছে।'

আরও বলা হয়েছে, 'উভয় বোর্ডের মধ্যে আলোচনার পর আন্তর্জাতিক ক্রিকেটের সময়সূচি পর্যবেক্ষণ করে দুই বোর্ডের সুবিধা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

গত এপ্রিল মাসে সিরিজ দুটির সূচি চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু বাংলাদেশ সফরের ব্যাপারে ভারতীয় সরকারের কাছ থেকে অনুমতি মিলছিল না বিসিসিআইয়ের। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছিল না তারা।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছিল, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে চিন্তিত বিসিসিআই। তাই তারা দেশটির সরকারের সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায়। গত সপ্তাহে বোর্ড পরিচালকদের সভার পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও বলেছিলেন, ভারতীয় সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে সফরটির ভাগ্য।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

2h ago