‘বোলিং শুরুর পর ব্যথা অনুভব করেছেন সাকিব’, জানালেন হান্নান
চেন্নাই টেস্টের আগে সাকিব আল হাসান শতভাগ ফিট থাকলেও ম্যাচ চলাকালীন তিনি চোট পেয়েছেন। আঙুলের চোটে বল করতেও তার অসুবিধা হয়েছে বলে জানালেন নির্বাচক হান্নান সরকার। এই কারণে কানপুর টেস্টের আগে শীর্ষ এই অলরাউন্ডারকে পর্যবেক্ষণেও রাখা হয়েছে।
চেন্নাই টেস্ট চলাকালীন ম্যাচের তৃতীয় দিনে সাকিবের চোট নিয়ে শুরু হয় বিতর্ক। তার কম বোলিং করা নিয়ে ভারতীয় ধারাভাষ্যকার মুরালি কার্তিক বলেন, 'সে আমাকে বলেছে তার বোলিং হাতের আঙুলে একটা অস্ত্রোপচার হয়েছে। জায়গাটা এখনো ফুলে আছে। সে বল ধরার অনুভূতি পাচ্ছে না। স্পিনার হিসেবে বলের অনুভূতি দরকার। তাছাড়া তার কাঁধেও অস্বস্তি আছে।'
যদিও বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয় সাকিব শতভাগ ফিট আছেন। তার অস্ত্রোপচার হয়েছিল ২০১৮ সালে, সাম্প্রতিক সময়ে নয়। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, কৌশলগত কারণেই তাকে কম বল করতে দেওয়া হয়েছে।
সোমবার চেন্নাইতে টিম হোটেলের সামনে গণমাধ্যমকে হান্নান জানান, চেন্নাইতে বল করার সময়ই নতুন করে চোট পেয়েছিলেন সাকিব, 'আপনি সরাসরি চোট বলতে পারবেন না। কিছু ছোট ছোট ব্যাপার থাকে, যে আঙুলটায় অসুবিধা হয়েছিল, সেটা ম্যাচের আগে সে ফিল করতে পারেনি। বোলিং করা শুরু করার পর ফিল করেছে। সেই আঙুলে আবার বল লেগেছে। সেদিক থেকে কিছুটা তো ব্যথা রয়েছে। যেহেতু সেকেন্ড টেস্টের আগে সময় আছে, আমাদেরও দেখার সুযোগ রয়েছে। সাকিব এমন একজন প্লেয়ার, সে যদি খেলতে না পারে, যদি মনে করে বোলিং করতে পারবে না, তাহলে কিন্তু ব্যাটসম্যান হিসেবে খেলতে পারে। আর সে যদি মনে করে বোলিং-ব্যাটিং কিছুই করতে পারবে না, তাহলে সিনারিও ভিন্ন। সময় যেহেতু আছে, পরে আমরা দেখেশুনে জাজমেন্টে যাব।'
চেন্নাইতে দুই ইনিংস মিলিয়ে ২১ ওভার বল করে উইকেটশূন্য ছিলেন সাকিব। ব্যাট হাতে ৩২ ও ২৫ রান করেন তিনি। তার কাছ থেকে সেরাটা পাওয়া যাচ্ছে না বলে উঠে প্রশ্ন। তবে হান্নান জানালেন, এখনো সাকিব দলের সমন্বয়ের জন্য সেরা পছন্দ, 'সাকিব আসলে আমাদের সেরা খেলোয়াড়। এটা আমাদের বলতেই হবে। সাকিব যদি একাদশে থাকে, তাহলে সমন্বয় সাজানো সহজ হয়। সে জায়গায় থেকে সাকিব এ ম্যাচেও খেলেছে। তার ব্যাটিংটা আমার খুব ভালো লেগেছে। অন্যদের তুলনায়, সাকিবের আগের ব্যাটিংয়ের তুলনায় এই ম্যাচে তাকে অনেক আত্মবিশ্বাসী মনে হয়েছে। খুব স্বাচ্ছন্দ্যে খেলেছে, চাপ হ্যান্ডেল করেছে। হ্যাঁ, রানটা বড় হয়নি। এটা ঠিক। কিন্তু সাকিব বরাবরই আমাদের দলের ব্যালেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।'
চেন্নাই টেস্ট চারদিনে শেষ হয়ে যাওয়ায় সোমবার দিনটা ছুটি কাটাচ্ছেন ক্রিকেটাররা। মঙ্গলবার তারা ধরবেন কানপুরের ফ্লাইট। ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট। মাঝে কিছুটা সময় থাকায় যেকোনো সিদ্ধান্ত এখনই নেওয়ার দরকার দেখছে না টিম ম্যানেজমেন্ট, 'গতকাল খেলা শেষ হয়েছে। আজ ডে অফ। আগামীকাল কানপুর যাচ্ছি। তারপর দুটি সেশন থাকবে। সেটা দেখে ওই জাজমেন্টে যাব। এই দুইটা দিন কিন্তু তাঁকে ফিজিও পুরো পর্যবেক্ষণে রেখেছে। আমরা যখন মাঠে ফিরব, সেখান থেকে ফিজিওর একটা তখন নেব। আজ-কাল পুরোপুরি বিশ্রাম। এখানে বল-ব্যাট ধরার ব্যাপার নেই।'
'সাকিবকে নিয়ে ম্যাচে যাওয়ার আগে আমাদের সবসময় চিন্তা করে নিতে হয়। পরের ম্যাচের আগে আমাদের সেই চিন্তার সময় আছে। আমরা দেখব তার কী অবস্থা। আমরা জানি যে সাকিবের হাতের ব্যথা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এটা কিন্তু ম্যাচের আগে ছিল না। অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে। কিন্তু আমরা ম্যাচের আগে ফিজিওর ১০০ ভাগ ক্লিয়ারেন্স নিয়েই তাকে দলে রেখেছি। তখন ১০০ ভাগ ফিটই ছিল। পরের ম্যাচের আগে সময় আছে, আমরা তাকে নিয়ে চিন্তা করব।'
Comments