চেন্নাইতে বাংলাদেশের জন্য ‘লাল মাটির উইকেট’

chennai red soil pitch
ফাইল ছবি

চেন্নাইর চিপকের মাঠের উইকেট ঐতিহ্যগতভাবে সহায়তা করে স্পিনারদের। তবে সাম্প্রতিক সময়ে এই মাঠের চরিত্র কিছুটা বদলেও নিতে দেখা গেছে। ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর, বাংলাদেশকে চেন্নাইতে লাল মাটির উইকেট দিয়ে স্বাগত জানাতে পারে ভারত।

১৯ সেপ্টেম্বর চেন্নাইতে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। সিরিজ খেলতে রোববার ভারতে যাওয়ার কথা বাংলাদেশ দলের। এই সিরিজ শুরুর বেশ আগে থেকেই উইকেট নিয়ে শুরু হয়েছে জল্পনা।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, চেন্নাইতে লাল মাটির উইকেট থাকতে পারে, এই ধরণের উইকেটে থাকে অনেক বাউন্স। বাউন্স থাকায় পেসারদের সহায়তার পাশাপাশি স্পিনাররা বড় ভূমিকা রাখতে পারেন। বাংলাদেশ সাধারণত খেলে কালো মাটির উইকেটে, যেটা মূলত হয় নিচু বাউন্স ও মন্থর। সেক্ষেত্রে চেন্নাইতে দেখা মিলবে গতি ও বাড়তি বাউন্সের।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে ব্যস্ত মৌসুম শুরু করতে যাচ্ছে ভারত। আগামী চার মাসে রোহিত শর্মার দল খেলবে টানা ১০ টেস্ট। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের পর নিউজিল্যান্ডের বিপক্ষে তারা খেলবে তিন টেস্ট। এরপর অস্ট্রেলিয়া সফরে আছে পাঁচ টেস্টের সিরিজ।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আসন্ন সিরিজগুলো মাথায় রেখেই প্রস্তুতি শুরু করেছে ভারতীয় দল। বাংলাদেশের সাকিব আল হাসান, তাইজুল ইসলাম। নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনারদের মতন বাঁহাতি স্পিনারদের সামলাতে প্রস্তুতিতে আলাদা নজর দিতে দেখা গেছে দলটিকে।

স্পিনারদের বিপক্ষে রোহিত, বিরাট কোহলি, যশভি জয়সওয়ালরা কালো মাটির উইকেটে অনুশীলন করছেন। তবে জাসপ্রিট বুমরাহ, মোহাম্মদ সিরাজদের বিপক্ষে করছেন লাল মাটির উইকেটে। 

টেস্ট শুরুর পাঁচদিন আগে চিদাম্বর স্টেডিয়ামের উইকেট দেখা গেছে ঘাসে ঢাকা। ম্যাচের এক, দুই দিন আগে ঘাস নিশ্চিতাভাবেই ছেঁটে ফেলা হবে। তবে কতখানি ঘাস ছাঁটা হবে তার উপরও নির্ভর করছে পিচের আচরণ।

২০১৯ সালে সর্বশেষ ভারতে গিয়ে টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেবার ইন্দোর ও কলকাতার উইকেট ছিলো পেস বান্ধব। যেখানে ভুগেছিলেন বাংলাদেশের ব্যাটাররা। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পেয়েছে বেশ ভালো মানের পেস আক্রমণ। ভারত তাই পেসের পাশাপাশি স্পিনারদের রসদও জমা রাখতে পারে উইকেটে।

Comments

The Daily Star  | English

Govt relieves Kuet VC, Pro-VC of duties to resolve crisis

A search committee will soon be formed to appoint new candidates to the two posts

3h ago