‘কারো মতো হতে চাই না, নাহিদ রানাই হতে চাই’

Nahid Rana

দেশে ও দেশের বাইরের অনেকের পেস বোলিং দেখে বড় হলেও কাউকে অনুসরণ করেন না নাহিদ রানা। বাংলাদেশের সবচেয়ে গতিময় পেসার বলছেন তিনি বাংলাদেশের নাহিদ রানা হিসেবেই পরিচিতি পেতে চান।

গত মার্চে টেস্ট অভিষেকের পর গতির কারণেই আলোড়ন তুলেছেন ২১ পেরুনো নাহিদ। ৩ টেস্টে ১১ উইকেট নেওয়া ডানহাতি এই পেসার পাকিস্তান সফরে ঘণ্টায় ১৫২ কিলোমিটার গতিতে বল করে নজর কাড়েন।

গতির সঙ্গে নিজের উচ্চতা কাজে লাগিয়ে বাড়তি বাউন্স আদায় করে নিতে পারেন তিনি। দ্বিতীয় টেস্টে তার এক স্পেলেই ব্যাকফুটে চলে যায় পাকিস্তান। গতির তোড়ে তিনি ভোগান বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের মতন ব্যাটারদের।

ভারত সফরের প্রস্তুতিতে বর্তমানে ব্যস্ত আছেন নাহিদ। এর ফাঁকে বিসিবির ভিডিওতে তিনি বলেন, এত গতি তুলবেন এসব আগে থেকে ঠিক করেননি তিনি, 'এটা কখনো অনুভব করিনি যে ১৫২ (কিমি/ঘণ্টায় গতিতে) করতে হবে বা এরচেয়ে জোরে করতে হবে। একটা জিনিসই মাথায় ছিল দল আমাকে যে পরিকল্পনা দিয়েছে সে অনুযায়ী বল করেছি। আবার আমার নিজের পরিকল্পনা অনুযায়ী বল করেছি।'

'পেস জিনিস বলে কয়ে করা যায় না, ছন্দের উপর নির্ভর করে। কখন দেখব হয়ে গেছে।'

যাদের খেলা দেখে বড় হয়েছেন তাদের কারো কারো সঙ্গে এখন ড্রেসিংরুম ভাগ করছেন। বিদেশের যাদের খেলা দেখেছেন তাদেরকে পাচ্ছেন প্রতিপক্ষ হিসেবে। তবে কাউকেই অনুসরণ নয়, নাহিদ চান নিজের নাম ছড়িয়ে দিতে,  'সত্যি কথা বলতে কাউকে অনুসরণ করা হয় না। বাংলাদেশের সব পেস বোলারকেই ভালো লাগে। কারণ টিভিতে তাদের খেলা দেখে বড় হয়েছি।'

'আমি কারো মতো হতে চাই না। আমি নাহিদ রানা, নাহিদ রানাই হতে চাই বাংলাদেশের।'

Comments

The Daily Star  | English
Rizvi criticizes PR system in elections

PR system a threat to democracy: Rizvi

Under the PR system, the party, not the people, will choose MPs, he says

3h ago