বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই টেস্টে ফিরতে পারেন পান্ত
রিশভ পান্ত সর্বশেষ টেস্ট খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষে। ২০২২ সালের ডিসেম্বরে মিরপুরে সেই টেস্টটি হয়ে আছে তার সর্বশেষ প্রথম শ্রেণীর ম্যাচও। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এক বছর খেলার বাইরে থাকার পর টি-টোয়েন্টিতে ফিরেছেন তিনি, খেলছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার এই উইকেটকিপার ব্যাটার আছেন টেস্টে ফেরার দ্বারপ্রান্তে।
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য এখনো ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হয়নি। প্রস্তুতিমূলক আসর দুলিপ ট্রফিতে খেলে ক্রিকেটাররা পরীক্ষা দিচ্ছেন। কার কি অবস্থা বুঝে নিতে ভারতীয় নির্বাচকরাও নজর রাখছেন এই ম্যাচগুলোতে।
পান্তের অনুপস্থিতিতির সময়টায় টেস্টে ভারতের হয়ে কিপিং করেন একাধিকজন। সর্বশেষ ইংল্যান্ড সিরিজে ধ্রুব জুরেলের উপর আস্থা রাখে দলটি। জুরেল এখন পর্যন্ত ৩ ম্যাচে ১ ফিফটিতে করেছেন ১৯০ রান। তার পারফরম্যান্স বেশ সম্ভাবনাময়। তবে টেস্টের জন্য পান্ত ফিট হয়ে গেলে তিনিই প্রথম বিবেচনায় আসার কথা।
ভারত 'বি' ও ভারত 'এ' দলের মধ্যকার চার দিনের ম্যাচে অবশ্য দুজনের কেউই রান পাননি। প্রথম ইনিংসে 'এ' দলের বিপক্ষে ১৬ বলে ২ রান করে আউট হন জুরেল। 'বি' দলের হয়ে পাঁচে নেমে ১০ বলে স্রেফ ৭ রান করেন পান্ত। দ্বিতীয় ইনিংসে এখনো ব্যাট করা বাকি।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস বলছে এই ম্যাচের পরই রোববার স্কোয়াড ঘোষণা হতে পারে। নির্বাচকরা যদি মনে করেন পান্ত টেস্ট খেলার মতন ফিট তাহলে জুরেল রান পেলেও তিনি দ্বিতীয় বিবেচনায় আসবেন। অনুমিতভাবেই ৩৩ টেস্টের ক্যারিয়ারের পান্ত প্রমাণ করেছেন তিনি এই সংস্করণে কতটা প্রভাব বিস্তারি খেলোয়াড়।
আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে শুরু হবে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টেস্ট। ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুর।
Comments