আইপিএলের মতন বিশ্বকাপে রান উৎসবের সম্ভাবনা দেখেন না ওয়ার্নার

টি-টোয়েন্টি বিশ্বকাপে একদম ভিন্ন উইকেট থাকবে বলে ধারণা অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের।
DAVID WARNER

আইপিএলে প্রায় নিয়মিতই দেখা যাচ্ছে দুইশো ছাড়ানো পুঁজি, এমনকি সাইরাজার্স হায়দরবাদ তিনশোর সম্ভাবনাও জাগিয়েছিলো। রানে ভরা আইপিএল যেন বোলারদের দুঃস্বপ্নের মঞ্চ। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে একদম ভিন্ন উইকেট থাকবে বলে ধারণা অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের।

এবার আইপিএলে হায়দরাবাদ তিনবার ছাড়িয়েছে আড়াইশো। ২৭৭ ও ২৮৭ রান করে দুবার ভেঙেছে আইপিএল রেকর্ড। ওয়ার্নারের দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২৬৬ রান করে হায়দরাবাদ, ওই ম্যাচে পাওয়ার প্লেতে ১২৫ রান তুলে বিশ্ব রেকর্ড গড়েন দুই ওপেনার ট্রেভিস হেড ও অভিষেক শর্মা। রান হচ্ছে অন্যদের ম্যাচেও। রাজস্থান রয়্যালস কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২২৪ রান টপকে রান তাড়ার রেকর্ড গড়েছে।

আইপিএলের এই অবস্থায় বিশ্বকাপে ভিন্ন বাস্তবতা দেখছেন ওয়ার্নার। জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে উইকেট মন্থর ও নিচু বাউন্সের হবে বলে মনে করেন তিনি,  'মন্থর ও টার্নিং থাকবে। উইকেট নিচু বাউন্সের ও মন্থর হবে। আমরা যখন ২০১০ সালে বিশ্বকাপ খেললাম তখনো উইকেট বড় রানের ছিলো না।'

৩৭ পেরুনো বাঁহাতি ব্যাটার আইপিএলে সেরা ছন্দে নেই। এখন পর্যন্ত ১৩৫.৭৭ স্ট্রাইকরেটে তিনি করেছেন ১৬৭ রান। তিনি মনে করেন বিশ্বকাপে ইনিংস টেনে নেওয়া লোকের দরকার পড়বে ঠিকই, 'বিশ্বকাপে ভালো করতে অ্যাঙ্কর করার লোক দরকার। যেমন মাইক হাসি আমাদের জন্য কাজটা করে দিয়েছিলো।'

আইপিএলে বড় রান হওয়ার পেছনে অনেক কারণ আলোচনায় আছে। ভালো উইকেটের পাশাপাশি, ইম্পেক্ট বদলির নিয়ম, কোকাবুরা বলের ভূমিকা দেখা হচ্ছে। ওয়ার্নার মনে করেন বাউন্ডারির আকারও বিশাল রানের আরেক কারণ, 'এখানে উইকেট খুব ভালো। খুবই ফ্ল্যাট, ভীষণ পোক্ত এবং খুবই বড় রানের। এবং আপনি যখন ছোট বাউন্ডারি দেখবেন। অনেক বড় রানের ম্যাচ হবে।'

Comments

The Daily Star  | English

Yunus’ economic gambit paying off

Two months ago, as Professor Muhammad Yunus waded into Bangladesh’s unprecedented political turmoil, he inherited economic chaos by default.

6h ago