নারাইনের কানের কাছে যে কথা বলেই চলেছেন রভম্যান

rovman powell and sunil narain

'ফ্যাঞ্চাইজি ক্রিকেটই আগামীর বাস্তবতা', এসব বলে ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সুনিল নারাইন। ক্যারিবিয়ান অফ স্পিনিং অলরাউন্ডারকে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দেখা গেছে অবশ্য তারও চার বছর আগে। তবে আইপিএলের ব্যাটে-বলে চলমান ছন্দ আর সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে তার প্রয়োজনীয়তা টের পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।

মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ওপেন করতে নেমে ৪৯ বলে সেঞ্চুরি করেছেন কলকাতা নাইট রাইডার্স তারকা। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি তার প্রথম সেঞ্চুরি। আইপিএলে এই সেঞ্চুরি ছাড়াও এবার ৩৯ বলে ৮৫, ২২ বলে ৪৭ এমন ইনিংস আছে। পাশাপাশি বল হাতে রান আটকে রাখা, গুরুত্বপূর্ণ ধাপে উইকেট নেওয়াও চলছে।

এমন ছন্দের পর কি অবসর ভেঙে ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেটে? খেলবেন বিশ্বকাপ? সেঞ্চুরির পর ব্রডকাস্টারদের সঙ্গে আলাপে বললেন, 'যেটা হয়েছে এটাই, আগামীতে কি হবে দেখা যাক।'

নারাইনের এই ঝলকের দিনে প্রতিপক্ষ দলে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি অধিনায়ক রভম্যান পাওয়েল। কলকাতার বিপক্ষে জস বাটলারের সেঞ্চুরিতে রোমাঞ্চকর জয়ের পর সংবাদ সম্মেলনে আসা রভম্যানকে প্রশ্ন করা হয় নারাইন বিষয়ে। জাতীয় দলের প্রাক্তন সতীর্থের প্রশংসা করে তিনি জানান গত ১২ মাস ধরেই নারাইনকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা বলে যাচ্ছেন তিনি, 'গত ১২ মাস ধরে আমি তার কানের কাছে ফিসফিস করছি। কিন্তু সে শোনার পথ বন্ধ করে রেখেছে সবার জন্য।'

তবে আশা ছাড়ছেন না রভম্যান। বিশ্বকাপের দল তৈরির আগে তাকে বাকিদের দিয়ে রাজী করানোর আশা তার, 'আমি (কাইরন) পোলার্ড, (ডোয়াইন) ব্র্যাভো, (নিকোলাস) পুরানকেও বলব। আশা করছি দল তৈরির আগে তারা তার মাথা খুলতে পারবে।'

২০১৯ সালের অগাস্টে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বশেষ খেলেন নারাইন। ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়ে মৃদুভাষি ক্রিকেটার বলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটই অনুমিত আগামী।

Comments

The Daily Star  | English
Anti-Discrimination Students Movement

Students to launch a party by next Feb

Student leaders who spearheaded the July-August mass uprising are planning to launch a political party by early February 2025 and contest the next general election.

8h ago