নিজে থেকেই সরে দাঁড়িয়েছেন রান খরায় থাকা ম্যাক্সওয়েল
৬ ম্যাচে মাত্র ৫.৩৩ গড়ে মোটে ৩২ রান। তিনবার আউট হয়েছেন শূন্য রানে। আইপিএলে এবার কিছুতেই কিছু হচ্ছিলো না গ্লেন ম্যাক্সওয়েলের। অস্ট্রেলিয়ান এই বিস্ফোরক ব্যাটারের বদলে তাই সানরাইজাসার্স হায়দরাবাদের বিপক্ষে উইল জ্যাকসকে খেলিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে ম্যাক্সওয়েল বলেছেন, তিনি নিজেই তার বদলে অন্য কাউকে চেষ্টা করতে বলেছেন।
সোমবার ম্যাক্সওয়েলকে বসিয়েও অবশ্য জিততে পারেনি বেঙ্গালুরু। জিততে না পারার বড় দায় যদিও বোলারদের। সানরাইজার্সদের ২৮৭ রানের রেকর্ড পুঁজি তাড়া করতে গিয়ে ২৬২ পর্যন্ত করতে পারে বেঙ্গালুরু। ম্যাক্সওয়েলের বদলে খেলা জ্যাকস রান আউটে আগে ৪ বলে করেন ৭ রান।
ম্যাক্সওয়েল একাদশ থেকে বাদ নাকি চোট, এই কৌতূহল তৈরি হয় ম্যাচের মাঝে। সেই কৌতূহল নিজেই গণমাধ্যমকে মেটান ডানহাতি ব্যাটার। না খেললেও সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসে জানিয়ে দেন রান খরায় মানসিক ও শারীরিক ক্লান্তি তৈরি হয়েছে তার। যার থেকে পরিত্রাণ পাওয়া প্রয়োজন, 'আমার মনে হয় এটা ভালো সময় মানসিক ও শারীরিক বিরতির জন্য, যাতে করে আমার শরীর প্রস্তুত হয়ে যায়।'
তার এই বিরতি কয় ম্যাচের জন্য তা নিশ্চিত নয়। বিশ্রামে থাকলেও দলের সঙ্গেই থাকবেন তিনি, 'টুর্নামেন্ট চলাকালীন যদি আমাকে দরকার হয়, আশা করছি আমি পুরোপুরি মানসিক ও শারীরিক ভাবে ভালো জায়গায় এসে প্রভাব ফেলতে পারব।'
ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে শূন্য রানে আউট হওয়ার পরই ম্যাক্সওয়েল অনুভব করেন, তার খেলার বাইরে থাকা দরকার, 'গত ম্যাচের পর ফাফ ও কোচদের সঙ্গে কথা বলেছি। এবং মনে হয়েছে অন্য কাউকে চেষ্টা করার জন্য এটা সময়।'
'এরকম অবস্থায় আমি আগেও খেলেছি। এবং সেটা করতে গিয়ে ক্রমশ একটা অন্ধকার গর্তে ঢুকে গিয়েছি।'
Comments