২৪ কোটির স্টার্ক দুই ম্যাচে দিলেন ১০০ রান
'প্রাইস ট্যাগটাই স্টার্কের জন্য বড় চাপ'- আইপিএলে সবচেয়ে দামি খেলোয়াড় মিচেল স্টার্ক নিয়ে এমন মন্তব্য করেন তার স্বদেশী মাইকেল ক্লার্ক। টুর্নামেন্টের এখনো পুরোটাই বাকি তবে শুরুটা স্টার্কের ভালো হয়নি। বিপুল অঙ্কের এই ক্রিকেটার কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথম দুই ম্যাচে ছিলেন ভীষণ খরুচে।
এবার মিনি নিলাম থেকে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ককে দলে নেয় কলকাতা। আইপিএলের ইতিহাসে অনেকখানি এগিয়ে তিনি সবচেয়ে দামি। ৯ বছর পর আইপিএলে ফিরে তোলপাড় করা স্টার্ক এবার প্রথম ম্যাচে ৪ ওভারে দেন ৫৩ রান, পরের ম্যাচে তার চার ওভার থেকে আসে ৪৭ রান। দুই ম্যাচেই তিনি ছিলেন উইকেটশূন্য।
অর্থাৎ বাঁহাতি অজি পেসারের ৮ ওভার থেকে ব্যাটাররা নিয়েছেন ১০০ রান। দুই ম্যাচেই তিনি ছিলেন দলের সবচেয়ে খরুচে বোলার। তার এমন বিবর্ণ শুরুর পরও অবশ্য কলকাতা এই দুই ম্যাচেই জিতেছে। দুই ম্যাচেই হয়েছে রানে ভরা উইকেটে। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে কলকাতা জেতে ৪ রানে, গত রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারায় ৭ উইকেটে।
দল জিতলেও স্টার্কের বাজে পারফরম্যান্স আড়ালে থাকছে না। টুর্নামেন্টের পরের দিকে তিনি নিজেকে ফিরে না পেলে বেশ চিন্তায় পড়তে পারে কলকাতার ম্যানেজমেন্ট।
সাবেক অজি অধিনায়ক ক্লার্ক মনে করেন, বেশি মূল্য পাওয়া একধরণের চাপ, 'তার চড়া মূল্যই তাকে চাপে ফেলবে। যখন কেউ সবচেয়ে বেশি টাকা পায় তার থেকে প্রত্যাশা থাকে অনেক বেশি।'
Comments