আইপিএলে মোস্তাফিজের দল চেন্নাইয়ের ম্যাচ কবে, কখন, কোথায়?

ছবি: আইপিএল

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি এখনও প্রকাশ করা হয়নি ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের কারণে। প্রথম ধাপে কেবল শুরুর ২১ ম্যাচের সূচি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেখানে আসরের বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের ম্যাচ রয়েছে চারটি। এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে চেন্নাইয়ের স্কোয়াডে আছেন মোস্তাফিজুর রহমান।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতার ১৭তম আসরের পর্দা উঠছে শুক্রবার। উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠ এমএ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। খেলা মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

বাঁহাতি পেসার মোস্তাফিজের কারণে স্বাভাবিকভাবেই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহ থাকবে চেন্নাইয়ের ম্যাচগুলোর দিকে। গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফটে তাকে দলে ভেড়ায় আইপিএলের যৌথ সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়নরা। সেজন্য তাদেরকে গুণতে হয়েছে ২ কোটি রুপি। আইপিএলে এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছেন ২৮ বছর বয়সী তারকা।

বেঙ্গালুরুর পর যথাক্রমে গুজরাট টাইটান্স, দিল্লি ও হায়দরাবাদের মুখোমুখি হবে চেন্নাই। গত আসরের বৃষ্টিবিঘ্নিত রুদ্ধশ্বাস ফাইনালে গুজরাটকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি-রুতুরাজ গায়কোয়াড়রা।

মোস্তাফিজের দল চেন্নাইয়ের প্রথম চার ম্যাচের সূচি দেওয়া হলো এখানে:

তারিখ বার ম্যাচ সময়
২২ মার্চ শুক্রবার চেন্নাই-বেঙ্গালুরু রাত ৮টা ৩০ মিনিট
২৬ মার্চ মঙ্গলবার চেন্নাই-গুজরাট রাত ৮টা
৩১ মার্চ রোববার চেন্নাই-দিল্লি রাত ৮টা
৫ এপ্রিল শুক্রবার চেন্নাই-হায়দরাবাদ রাত ৮টা

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

1h ago