বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সিরিজ অপ্রয়োজনীয়: ওয়াসিম

আগামী ২২ সেপ্টেম্বর মোহালিতে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে। ২৪ সেপ্টেম্বর পরের ম্যাচ ইন্দোরে। ২৭ সেপ্টেম্বর আবার গিয়ে খেলতে হবে রাজকোটে।
wasim akram
ছবি: এএফপি

এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেই বিশ্রামের সুযোগ নেই। ভারতীয় দলকে নেমে পড়তে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। এটা শেষ করতে না করতেই শুরু বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম বুঝতেই পারছেন না কেন এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা সিরিজ খেলতে যাচ্ছে ভারত।

আগামী ২২ সেপ্টেম্বর মোহালিতে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে। ২৪ সেপ্টেম্বর পরের ম্যাচ ইন্দোরে। ২৭ সেপ্টেম্বর আবার গিয়ে খেলতে হবে রাজকোটে।

এই সিরিজ শেষ করে একদম উত্তরপূর্ব ভারতের গৌহাটিতে এসে পড়তে হবে রোহিত শর্মাদের। কারণ ৩০ সেপ্টেম্বর সেখানে আইসিসির অফিসিয়াল অনুশীলন ম্যাচে নামতে হবে ইংল্যান্ডের বিপক্ষে।

বিশ্বকাপের আগে খেলোয়াড়দের এত ঠাসা সূচির মধ্যে রেখে কাহিল করা একদমই অপ্রয়োজনীয় মনে হচ্ছে ওয়াসিমের,  'ভারতের বিভিন্ন ভেন্যুতে ভ্রমণ করে করে খেলা (অস্ট্রেলিয়ার বিপক্ষে)। প্রতি ম্যাচের আগে একদিন বিরতি! আপনার তো বিশ্বকাপের আগে শক্তিটা ধরা রাখতে হবে। আমি জানি না তারা কেন এখন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে। এটা অনেক আগে খেলা উচিত ছিল। এখন এটা একদমই অপ্রয়োজনীয়।'

ওয়াসিম মনে করে ভারতের স্কোয়াড যদি অপূর্ণ থাকত, ঘাটতির জায়গা থাকত হলে এক কথা ছিল। এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের কোন যৌক্তিকতা দেখেন না তিনি,  'ঘরের মাঠে বিশ্বকাপে আপনি ফেভারিট, এখন মেগা আসরের আগে ক্লান্ত হতে যাচ্ছেন কেন? আপনার যদি স্কোয়াডে আরও কিছু খেলোয়াড় দরকার থাকত তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই তিন ম্যাচ খেলতে পারতেন।'

Comments

The Daily Star  | English
Remittance flow to Bangladesh

Remittance hits 41-month low

$1.34 billion came in September, lowest since April of 2020

1h ago