অ্যাশেজ ২০২৩

‘অ্যান্ডারসনকে নিয়েই ইংল্যান্ড ভালো দল’

James Anderson and Moeen ali
ফাইল ছবি

বার্মিংহামে এক উইকেট, লর্ডসে কেবল দুই উইকেট। প্রথম দুই টেস্টে মলিন পারফরম্যান্সে তৃতীয় টেস্টে একাদশে জায়গা হারান জেমস অ্যান্ডারসন। চল্লিশ পেরুনো টেস্ট ইতিহাসের সফলতম পেসারের শেষই দেখে ফেলেছিলেন অনেকে। তবে ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টে আরেকটি সুযোগ পেতে যাচ্ছেন তিনি। আরেক অভিজ্ঞ অলরাউন্ডার মঈন আলির মতে অ্যান্ডারসনকে নিয়েই ভালো দল ইংল্যান্ড।

বুধবার ম্যানচেস্টারে শুরু হচ্ছে অ্যাশেজের চতুর্থ টেস্ট। যা মূলত সিরিজে পিছিয়ে থাকা ইংল্যান্ডের জন্য বাঁচা মরার লড়াই। নিজের শহরে গুরুত্বপূর্ণ টেস্টে অলি রবিনসনের জায়গায় একাদশে আসছেন অ্যান্ডারসন।

অভিজ্ঞ এই পেসারের দলভুক্তিতে ইতিবাচক আবহ খুঁজে পাচ্ছেন মঈন। তার মনে হচ্ছে প্রথম দুই টেস্টে ভালো বল করেও দুর্ভাগ্যের শিকার হয়েছিলেন ৬৮৮ উইকেটের মালিক ডানহাতি পেসার,  'কোন সন্দেহ নেই জেমস অ্যান্ডারসনকে নিয়েই ইংল্যান্ড এখানে ভালো দল। যে দুই ম্যাচ সে খেলেছে আমার মনে হয় ভালো বল করেছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু ক্যাচও ফসকে গেছে।'

তবে অ্যান্ডারসন ফিরলেও তার জন্য যে আর খুব বেশি সুযোগ অপেক্ষা করছে না টের পাচ্ছেন মঈনও, 'ইংল্যান্ডের সেরা বোলার, কিংবদন্তি খেলোয়াড় এবং দারুণ মানুষ হিসেবে তাকে আরেকটি সুযোগ পেতে দেখা অসাধারণ। হয়ত এটা তার শেষ। আশা করছি সে ভালো বল করে আমাদের জেতাবে।'

অলি পোপ চোটে পড়ায় লিডসে তৃতীয় টেস্টে তিন নম্বর পজিশন নিয়ে নাড়াচাড়া করতে হয়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে তিনে নামানো হয়েছিল হ্যারি ব্রুককে, পরের ইনিংসে তিনে নামেন মঈন। দুজনেই এই পজিশনে রান পাননি। তবে দ্বিতীয় ইনিংসে পাঁচে নেমে ৭৫ রানের ম্যাচ জয়ে ভূমিকা রাখা ইনিংস খেলেন ব্রুক।

সব ঠিক থাকলে ওল্ড ট্রাফোর্ডে তিনে নামতে দেখা যাবে মঈনকেই। তার মতে ব্রুককে পাঁচেই বেশি দরকার, এজন্য তিনের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে তিনি,  'তিন নম্বরে ব্যাট করা খুব চ্যালেঞ্জিং বিশেষ করে অস্ট্রেলিয়ার মত বিশ্বসেরা আক্রমণের বিপক্ষে। আমি মুখিয়ে আছি (চ্যালেঞ্জ নিতে)। আমার মনে হয় ব্রুক দারুণ খেলোয়াড়, দারুণ হবেও আগামীতে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় তিনের চেয়ে পাঁচে সে বেশি প্রভাব ফেলতে পারবে। আমি বলছি না তিনে সে ভালো নয়, আমার কেবল মনে হচ্ছে আমি তিনে গেলে দলের জন্য ভালো। আমি তিনে খেলা উপভোগ করি। আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।'

Comments

The Daily Star  | English

Polythene ban: A litmus test for will and eco-innovation

Although Bangladesh became the first country in the world to announce a complete ban on the use of polythene bags in 2002, strict enforcement of the much-lauded initiative has only started taking shape recently.

13h ago