অবিশ্বাস্য কিছুর স্বপ্ন দেখছে ভারত, জানালেন শার্দুল
অস্ট্রেলিয়ার লিড তিনশোর কাছাকাছি, হাতে ৬ উইকেট নিয়ে সেই লিড স্পর্শের বাইরে নিয়ে যাওয়ার সুযোগ তাদের সামনে। তবে গৌরবময় অনিশ্চয়তার খেলা বলেই হাল ছাড়ছে না ভারত। শার্দুল ঠাকুর জানালেন, আজকাল যেকোনো লক্ষ্যই তাড়া করা অসম্ভব না।
ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তৃতীয় দিন শেষে একচ্ছত্র আধিপত্য অজিদের। হাতে ৬ উইকেট নিয়ে তারা এগিয়ে গেছে ২৯৬ রানে।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৬৯ রানের জবাবে ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ থেকে লাগাম হারিয়ে ফেলে রোহিত শর্মার দল। ১৫২ রানে ৬ উইকেট হারানোর পর আজিঙ্কা রাহানের সঙ্গে ১০৯ রানের জুটিতে দলকে লড়াইয়ে রাখেন শার্দুল। যদিও শেষ পর্যন্ত ২৯৬ রানেই থামতে হয় তাদের। ১৭৩ রানের লিড পেয়ে তা বড় করছে অজিরা।
ম্যাচের যা অবস্থা তাতে ভারতের বিপক্ষে বাজি ধরার লোক পাওয়া মুশকিল। কিন্তু দিনের খেলা শেষে শার্দুল জোরালো কণ্ঠে রাখতে চাইলেন বিশ্বাস, 'দেখুন ক্রিকেট অনিশ্চয়তার খেলা। আপনি বলতে পারেন না এই ফাইনাল ম্যাচ কোন পুঁজিটা যথেষ্ট। যারা চাপ সামলাতে পারবে তারাই (জিতবে)। একটা ভালো জুটি হয়ে গেলে চাড়ে চারশো বা তার বেশি রান তাড়া হয়ে যেতে পারে।'
টি-টোয়েন্টির যুগে টেস্ট ক্রিকেটেও দ্রুত রান তুলে ম্যাচের ছবি বদলে দেওয়ার হাল সাম্প্রতিক সময়ে দেখা গেছে। ভারতও সেই স্বপ্নে বিভোর। তার আগে অজিদের শেষ ৬ উইকেট দ্রুততম সময়ে তুলে নেওয়ারও আশা দেখছেন শার্দুল, 'গত বছর ইংল্যান্ড চারশো রান তাড়া করল এবং খুব বেশি উইকেট হারায়নি। এটা আমাদের জন্য ইতিবাচক। তারা যেমন পুঁজিই দিক না কেন এখনই অনুমান করা যাবে না কি হবে। আমরা দেখেছি টেস্ট ক্রিকেটে অনেক সময়ই খেলা বদল হয়ে যায়। আমরা কাল আশা নিয়েই মাঠে যাব।'
তবে শার্দুল যতই আশায় ভাসুন, বাস্তবতা ভিন্ন আভাস দিচ্ছে। তৃতীয় দিন বিকেলে রবীন্দ্র জাদেজার বেশ কিছু বল তীব্র বাঁক নিয়েছে। রবীচন্দ্রন অশ্বিনকে না খেলানোর ভুলও ফিরে এসেছে। পেসারদের কিছু বলও নিচু হয়েছে আচমকা, হঠাৎ লাফানো বলেও পরীক্ষা আছে কঠিন। এই উইকেটে চারশোর কাছাকাছি রান তাড়া করে হবে ভীষণ কঠিন, 'কিছু জায়গায় ঘাসের সঙ্গে ক্র্যাক আছে, এসব জায়গায় বল পড়ে আসলে ব্যাটারদের তা ছেড়ে দেওয়া কঠিন হচ্ছে। আপনাকে নিবেদন দেখাতে হবে কারণ আজ আমরা দেখেছি কিছু বল খুব নিচু হয়েছে। কন্ডিশন অবশ্যই কঠিন হয়েছে। পিচ কিছুটা চ্যালেঞ্জিং হয়েছে।'
Comments