দ্রুত সেরে উঠছেন সাকিব
চোটের কারণে টেস্ট দলে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তবে দলের অনুশীলনের দিন নিয়মিতই মাঠে পাওয়া যাচ্ছে তাকে। বৃহস্পতিবার খাকি রঙের হাফ প্যান্ট আর নাইকির টি-শার্ট পরে করেছেন রানিং। বিসিবির প্রধান চিকিৎসক জানিয়েছেন ফেরার লড়াইয়ে থাকা এই তারকার আঙুলের চোট দ্রুতই সেরে যাচ্ছে।
সকালে মাঠে এসে ফিটনেস অনুশীলন চালান সাকিব। লম্বা সময় নিয়ে কথা বলেন কোচদের সঙ্গে। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে তিনি না থাকলেও খেলায় ফেরার অপেক্ষা যে লম্বা হচ্ছে না সেই আভাস দিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক ডা.দেবাশীষ চৌধুরী।
দ্য ডেইলি স্টারকে ইনি জানান, সাকিবের আঙুল এখন বেশ ভালো, 'সাকিবের আঙুলে ফাটল ছিল, এখন এক্স-রে করে দেখেছি ফল বেশ সন্তোষজনক।'
চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ক্যাচ নিতে গিয়ে ডানহাতের আঙুলে চোট পান সাকিব। এক্স-রেতে ধরা পড়ে তার আঙুলের ফাটল। এজন্য ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যান তিনি।
টেস্ট না খেললেও ঈদের পর ওয়ানডে সিরিজে সাকিব ফিট হয়ে নামতে পারবেন বলে মনে করেন দেবাশীষ, 'আমরা আশা করছি দ্রুতই সে ফিট হয়ে যাবে। আশা করছি ওয়ানডে সিরিজের আগেই সে ফিরে আসবে। সে এখন তার ফিটনেস নিয়ে কাজ করছে। পুনর্বাসন প্রক্রিয়ায় আছে।'
৫ জুলাই থেকে চট্টগ্রামে শুরু হবে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর সিলেটে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সাকিবই অধিনায়ক।
Comments