যেসব কারণে আপনি চাইলেই সাকিব আল হাসানকে ভুলে যেতে পারবেন না
এবার অবসরের পরিকল্পনা জানিয়ে দিলেন ৩৭ পেরোনো সাকিব।
সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় বিজ্ঞাপন। সবচেয়ে বড় তারকা। দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে তিনি ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন। দেশকে এনে দিয়েছেন গর্বিত হওয়ার মতো অনেক মুহূর্ত। তবে কালের পরিক্রমায় সব কিছুরই ইতি টানতে হয়। থেমে যেতে হয়। সেই ধারায় এবার অবসরের পরিকল্পনা জানিয়ে দিলেন ৩৭ পেরোনো সাকিব।
Comments