সব সিদ্ধান্ত ধোনির উপর ছেড়ে দিচ্ছে চেন্নাই

MS Dhoni
ফাইল ছবি

এবারই শেষ নাকি আরেক মৌসুম? আইপিএলে আবার চ্যাম্পিয়ন হওয়ার পরও বিষয়টা পুরোপুরি স্পষ্ট করেননি মাহেন্দ্র সিং ধোনি। অনেকটা শারীরিক ফিটনেসের উপরও নির্ভর করছে। এক্ষেত্রে চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথ জানালেন, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার ভার সম্পূর্ণভাবে ধোনির উপরই থাকছে।

গত সোমবার আইপিএলের রোমাঞ্চকর ফাইনালে গুজরাট টাইটান্সকে হারিয়ে পঞ্চম শিরোপা নিশ্চিত করে ধোনির চেন্নাই। অনেকের ধারণা ছিল হয়ত এটাই ধোনির শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। তবে পুরস্কার বিতরণী মঞ্চে ধোঁয়াশা রেখে দেন এই তারকা। দর্শকদের জন্য উপহার হিসেবে আরেক মৌসুম খেলার কঠিন পথে যাওয়ার ইচ্ছা জানালেও, শরীরের উপর ছেড়ে দিয়েছিলেন তিনি।

৪১ পেরুনো ধোনি এবারের আসরের সব ম্যাচ খেলছেন বাম হাঁটুতে ট্যাপ পেছিয়ে। টানা খেলার ধকলে তার হাঁটু যথেষ্টই বিগড়ে আছে। এই চোট সারাতে এমনকি অস্ত্রোপচারও করতে হতে পারে। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে জানান বিশ্বনাথ, 'হ্যাঁ, এটা সত্য ধোনিকে মেডিকেল পরামর্শ নিতে হবে। হাঁটুর অবস্থা বুঝে সিদ্ধান্ত নিতে হবে। যদি অস্ত্রোপচার দরকার হয় সেই সিদ্ধান্ত তারই'

পরের মৌসুমে ধোনির খেলা, না খেলাও নির্ভর করছে ধোনির নিজেরই উপর, 'সত্যি বলতে আমরা এখনো এটা নিয়ে ওই পর্যায়ে যাইনি। এটা একদমই ধোনির সিদ্ধান্ত।'

আইপিএলে ২৫০ ম্যাচ খেলে ৩০০টি ডিসমিসাল করা কিপার ধোনি ফাইনালেও দারুণ এক স্টাম্পিংয়ে আলো কাড়েন। অনেকের মতে এখনো তার মধ্যে কিছুটা ক্রিকেট অবশিষ্ট আছে, দেখানোর আছে নেতৃত্বের মুন্সিয়ানা।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

2h ago