গুজরাটকে হারিয়ে ফাইনালে ধোনির চেন্নাই
রতুরাজ গায়কোয়াড়-ডেভন কনওয়ের দারুণ শুরুর পর দলকে চ্যালেঞ্জিং পুঁজি পাইয়ে দিতে ভূমিকা রাখলেন রবীন্দ্র জাদেজা। পরে বল হাতেও জ্বলে উঠলেন তিনি। চেন্নাইর আদর্শ উইকেট পেয়ে মাহেশ থিকসানাও দেখালেন ঝলক। দীপক চাহার, মাথিশা পাথিরানারা পেস আক্রমণে দেখালেন ঝাঁজ। দারুণ দলীয় নৈপুণ্যে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সকে কোণঠাসা করে দশমবারের মতন আইপিএলের ফাইনালে পৌঁছে গেল মাহেন্দ্র সিং ধোনির দল।
মঙ্গলবার রাতে ঘরের মাঠ চিপকে গুজরাটকে ১৫ রানে হারিয়েছে চেন্নাই। আগে ব্যাটিং পেয়ে চেন্নাইর করা ১৭২ রানের জবাবে ১৫৭ পর্যন্ত যেতে পেরেছে হার্দিক পান্ডিয়ার গুজরাট।
হারলেও ফাইনালে যাওয়ার আরেক সুযোগ থাকছে তাদের। এলিমিনেটর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স-লক্ষ্ণৌ সুপার জায়ান্টের মধ্যকার ম্যাচের জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে তারা।
রান তাড়ায় ঋদ্ধিমান সাহাকে তৃতীয় ওভারেই হারায় গুজরাট। তবে আরেক ওপেনার শুভমান গিল খেলছিলেন দায়িত্ব নিয়ে। কিছুটা সময় নিয়ে থিতু হয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চেয়েছিলেন তিনি।
পাওয়ার প্লের মধ্যে উইকেট পড়ায় অধিনায়ক হার্দিক নেমে গিয়েছিলেন তিনে, লাভ হয়নি। ৭ বলে টিকে ৮ রান করে তিনি শিকার হন থিকসেনার।
লঙ্কান কাপ্তান দাসুন শানাকা এদিন ব্যর্থ। ১৭ রান করতে তিনি লাগিয়ে দেন ১৬ বল। চেন্নাইর উইকেটের রাজা জাদেজা এসে তুলে নেন তাকে। জাদেজা পরে বোল্ড করে দেন বিপদজনক ডেভিড মিলারকেও।
১৪তম ওভারে সবচেয়ে বড় উইকেট হারায় চেন্নাই। চাহারের বলে উড়াতে গিয়ে লাইনে ধরা দেন গিল। ৩৮ বলে ৪২ করে এই ব্যাটারের বিদায় বড় ধাক্কা হয়ে আসে বর্তমান চ্যাম্পিয়নদের জন্য।
বিপদে পড়া দলকে খেলায় ফেরাতে সপ্তম উইকেতে জুটি বাধেন বিজয় শঙ্কার আর রশিদ খান। মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় মাত্র ১৮ বলে ৩৮ নিয়ে আসেন তারা। তবে দুর্দান্ত ক্যাচে এই জুটি ভেঙে মোড় ঘুরিয়ে দেন বরং রতুরাজ। পাথিরানার বলে উড়াতে গিয়ে ডিপ মিড উইকেতে রতুরাজের চোখ ধাঁধানো ক্যাচের শিকার হন শঙ্কর। রশিদও শেষ পর্যন্ত টানতে পারেননি। ১৬ বলে ৩০ করে তার বিদায়ে ম্যাচ কার্যত শেষ হয়ে যায়।
এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় চেন্নাই। দুই ওপেনার রতুরাজ আর কনওয়ে দলকে এনে দেন শক্ত পূঁজির ভিত।
নো বলের কল্যাণে ২ রানে জীবন পাওয়া রতুরাজ থামেন ফিফটি। ৪৪ বলে ৭ চার, ১ ছক্কায় ৬০ করে মোহিত শর্মার বলে বিদায় নেন তিনি। একাদশ ওভারে গিয়ে ৮৭ রানে প্রথম উইকেট হারায় চেন্নাই।
তিনে নামা শিভম দুভে নূর আহমেদের লেগ স্পিন এসেই বোল্ড হয়ে যান। পর পর দুই উইকেট হারানোর ধাক্কায় রানের চাকায় পড়ে প্রভাব।
আজিঙ্কা রাহানে, আম্বাতি রাইডু জড়তা কাটানোর চেষ্টা করলেও বেশিদূর আগাতে পারেননি। কনওয়েও ফেরেন ফিফটির আগে।
শেষ দিকে দল লড়াইয়ের পুঁজি পায় জাদেজার কারণে। ১৬ বলে ২২ করে ১৭০ ছাড়িয়ে নেন তিনি। উইকেটে বল গ্রিপ করায় ওই পুঁজি পরে হয়ে যায় যথেষ্ট।
Comments