বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

যে সমস্যা আগে জানলে এমন সূচিতে রাজী হতেন না হাথুরুসিংহে

Chandika Hathurusingha
চন্ডিকা হাথুরুসিংহে।

সিরিজ শুরু ৯ মে। কিন্তু ঠিকঠাক প্রস্তুতি নিতে বাংলাদেশ দল আয়ারল্যান্ডে পৌঁছে গিয়েছিল ১ তারিখেই। এত আগে গিয়ে অবশ্য ফায়দা হয়নি তেমন কিছু। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের অপ্রতুল ব্যবস্থাপনায় ঠিকঠাক অনুশীলন সেশন হয়েছে একটি। সিরিজের আগের দিন দেখা মিলেছে ম্যাচ ভেন্যুর। এমন অবস্থা আগে জানলে ভিন্ন রকম সিদ্ধান্ত নিতেন বলে জানিয়েছেন বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

নিজেদের ঘরের মাঠের সিরিজ এবার আয়ারল্যান্ড আয়োজন করছে ইংল্যান্ডের চেমসফোর্ডে। শোনা যাচ্ছে আয়ারল্যান্ডে বছরের এই সময়টায় বৃষ্টিপাতের উৎপাত এড়াতে চেয়েছিল তারা, সেইসঙ্গে আইরিশ বোর্ডের অর্থনৈতিক সংকটে কথাও এসেছে।

চেমসফোর্ডে সিরিজ আয়োজন করলেও অতিথি দল বাংলাদেশকে সেই ভেন্যুতে সিরিজের আগের দিন ছাড়া নিতে পারেনি তারা। মাসের শুরুতে গিয়ে তামিম ইকবালরা অনুশীলন করেছেন ম্যাচ ভেন্যু থেকে ৭০ কিলোমিটার দূরে কেমব্রিজের এক স্কুলের মাঠে। বৃষ্টি আর ভেজা আউটফিল্ডের কারণেই সেখানে অনুশীলন হয়নি ঠিকমতো। প্রস্তুতি ম্যাচটাও ভেস্তে গেছে বৃষ্টিতে।

সোমবার ম্যাচ ভেন্যুতে গিয়ে পুরো দল মিলে করা গেছে অনুশীলন। মাত্র এক সেশন তীব্র অনুশীলন করে পুরো সিরিজের জন্য প্রস্তুত হওয়া কঠিন। সংবাদ মাধ্যমের সামনে হাজির হয়ে সেই কথাটাই শোনাতে চাইলেন হাথুরুসিংহে,  'এটা একদমই ভিন্ন পরিস্থিতি। আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাঠে খেলছি। সাধারণত এরকমটা হয় না। আমি কাউকে দোষারোপ করতে চাই না। এটা প্রথমবার। যদি জানতাম এই সমস্যা, আমরা হয়ত এরকম সূচিতে রাজী হতাম না। এটা আদর্শ প্রস্তুতি না। আমি দোষ দিতে চাই না। আমরা এর থেকে শিক্ষা নিতে পারি।'

চেমসফোর্ডের মাঠে রোববার পর্যন্ত স্থানীয় লিগের খেলা ছিল। তবু সোমবার গিয়ে উইকেট দেখে বাংলাদেশের কোচের মনে হয়েছে ব্যাট করার জন্য তা হতে যাচ্ছে বেশ ভালো,  'উইকেট খুব ভালো। নিচের দিকটা শক্ত। উপরের দিকটায় সবুজের আভা থাকলেও নিচে শক্ত। বৃষ্টির কারণে উইকেট ঢাকা ছিল গত কদিন। আবার গতকাল পর্যন্ত একটা ম্যাচও ছিল।'

চেমসফোর্ডে আরেকটি ব্যাপার ভাবাতে পারে বাংলাদেশ দলকে। মাঠের আকৃতি স্বাভাবিকের চেয়ে একটু ভিন্ন। তবে তা নিয়ে বড় কোন সমস্যা দেখছেন  না হাথুরুসিংহে, 'এটা ট্রিকি বলব না (মাঠের আকৃতি)। দুই দলের জন্যই সমান। আমাদের খুঁজে বের করতে হবে কোন লাইন লেন্থে বল করব।  আপনি যদি আক্রমণাত্মক হন, তাহলে চিন্তার কিছু নাই। কেবল সেরা বলটাই করতে হবে।'

মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের সিরিজের প্রথম ওয়ানডে।

Comments

The Daily Star  | English
Bangladesh bank reform plan 2025

Inside the 3-year plan to fix banks

Bangladesh has committed to a sweeping overhaul of its troubled financial sector, outlining a detailed three-year roadmap as part of its latest agreement with the International Monetary Fund.

10h ago