ওয়ানডে সুপার লিগ

ক্যারিবিয়ানদের বাছাইতে পাঠিয়ে নিজেদের কাজটা সেরে রাখল দ.আফ্রিকা

রোববার জোহেন্সবার্গে সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে ডাচদের ১৪৬ রানে হারিয়েছে প্রোটিয়ারা।  আগে ব্যাটিং পেয়ে এইডেন মার্কামের সেঞ্চুরি আর ডেভিড মিলারের ঝড়ে ৩৭০ রানের বিশাল পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে সিসান্দা মাগালার তোপে ২২৪ রানে আটকে যায় নেদারল্যান্ডস। 
aiden markram
১৭৫ রানের ইনিংস খেলেন এইডেন মার্কাম।

সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার পথ অনেকটা নিশ্চিত করে ফেলল দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারিয়ে নিজেদের হাতে থাকা কাজটা সেরে রাখল তারা। তাদের জয়ে বাছাইপর্বের পরীক্ষায় পড়া নিশ্চিত হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের।

রোববার জোহেন্সবার্গে সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে ডাচদের ১৪৬ রানে হারিয়েছে প্রোটিয়ারা।  আগে ব্যাটিং পেয়ে এইডেন মার্কামের সেঞ্চুরি আর ডেভিড মিলারের ঝড়ে ৩৭০ রানের বিশাল পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে সিসান্দা মাগালার তোপে ২২৪ রানে আটকে যায় নেদারল্যান্ডস। 

এই জয়ে ওয়ানডে সুপার লিগে নিজেদের সবগুলো ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট হলো ৯৮। তারা উঠে এলো ৮ নম্বরে। আট থেকে নয়ে চলে নেমে সরাসরি বিশ্বকাপ থেকে অফিসিয়ালি নাম কাড়া পড়লে ওয়েস্ট ইন্ডিজের। আগামী জুন-জুলাইতে জিম্বাবুয়েতে ৬ দলের বাছাই পর্বে সেরা দুইয়ে থাকতে পারলে তবে বিশ্বকাপ খেলা হবে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের।

দক্ষিণ আফ্রিকার সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনা প্রবল। তাদের সামান্য অনিশ্চয়তায় রেখেছে আয়ারল্যান্ড। আসছে মে মাসে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের মাঠে তিন ম্যাচের সিরিজ খেলবে আইরিশরা। আয়ারল্যান্ড যদি বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে পারে তবে তাদেরও পয়েন্ট হবে ৯৮। তখন হিসাব হবে নেট রানরেটের। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ওই সিরিজে একটা ম্যাচ জিতলেই নিশ্চিত হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ। 

টস হেরে ব্যাট করতে গিয়ে এদিন ৩২ রানের মধ্যে দুই ওপেনার কুইন্টেন ডি কক আর টেম্বা বাভুমার উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। রাসি ফন ডার ডুসেনও ফিরে যান থিতু হয়ে। একই অবস্থা হেনরিক ক্লাসেনেরও।

তবে থিতু হয়ে থামাথামির নাম নেননি মার্কাম। তার সঙ্গে মিলে যান মিলার। আগ্রাসী ব্যাট করে দুই তারকা বদলে দেন খেলার সুর। পঞ্চম উইকেটে ১১৮ বলে দুজনে যোগ করেন ১৯৯ রান।

১২৬ বলে পরে ১৭ চার, ৭ ছক্কায় ১৭৫ করেন মার্কাম। ৬১ বলে ৬ চার, ৪ ছক্কায় ৯১ করে থামেন মিলার। পাহাড়সম লক্ষ্য তাড়ায় আগ্রাসী বিক্রমজিত সিংকে শুরুতে তুলে নেন মার্কো ইয়ানসেন। ম্যাক ও'ডাউড, মুসা আহমেদরা ডানা মেলে উড়তে চাইলেও তাদের বেশি দূর বাড়তে দেননি মাগালা, মার্কামরা।

মিডিয়াম পেসে মাগালা হয়ে উঠেন বিষাক্ত। ডাচদের লড়াইয়ের ভিত ভেঙে দ্রুত গুটিয়ে দেন তিনি।

Comments

The Daily Star  | English

BNP places several demands to Yunus, including removal of 'one or two' members of interim govt

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir led the six-member delegation at the State Guest House Jamuna.

2h ago