সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে পান্ত

রিশভ পান্ত
রিশভ পান্ত। ছবি: রয়টার্স

ভারতের উইকেটকিপার ব্যাটার রিশভ পান্ত সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টায় দিল্লি থেকে বাড়িতে ফেরার পথে হরিদ্বার জেলার ররকিতে জাতীয় মহাসড়কে পান্তের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।

এএনআইর খবর অনুসারে, ররকির একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর পান্তকে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়েছে।

রিশভ পান্ত
দুর্ঘটনায় রিশভ পান্তের গাড়ি। ছবি: টুইটার থেকে নেওয়া

ভারতের সাবেক ক্রিকেটার ও জাতীয় একাডেমির প্রধান ভিভিএস লক্ষণ টুইট করে জানিয়েছে, পান্তের অবস্থা আশঙ্কামুক্ত।

'পান্ত নিজেই গাড়ি চালাচ্ছিলেন' উল্লেখ করে উত্তরখণ্ড পুলিশের ডিআইজি অশোক কুমার সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, 'স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে ররকির মোহাম্মদপুরে সড়ক বিভাজনে ধাক্কা লাগলে পান্তের গাড়ি উলটে যায়। গাড়িতে আগুন ধরে।'

'তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়,' যোগ করেন তিনি।

২৫ বছর বয়েসী পান্ত কয়েকদিন আগে বাংলাদেশে টেস্ট সিরিজ খেলে গেছেন। কিন্তু, চোট সমস্যার কারণে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের দলে নেই। জাতীয় ক্রিকেট একাডেমিতে এই সময়ে তার পুনর্বাসন প্রক্রিয়া চালানোর কথা।

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The rules were published through a gazette yesterday, repealing the previous dress code of 2004

2h ago