সাফ চ্যাম্পিয়ন মেয়েদের ৫০ লাখ টাকা দেবে বিসিবি
ইতিহাস গড়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করায় বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য প্রথম বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করল বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে চ্যাম্পিয়ন দলকে তারা ৫০ লাখ টাকা দিবে।
সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিসিবি জানায়, বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন নারী ফুটবলারদের জন্য এই টাকা বরাদ্দ করেছেন।
বিবৃতিতে নাজমুল জানান, সাবিনা খাতুনের দল সারা দেশের মানুষকে গর্বিত করায় তাদেরকে ক্রিকেট বোর্ড উৎসাহ দিতে চায়, 'নারী ফুটবল দল পুরো জাতীকে গর্বিত করেছে। অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ঐতিহাসিক অর্জন শিরোপা অর্জন করেছে। তাদের উৎসাহ দিতে চায় বিসবি। এই কারণে তাদেরকে আমরা ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিচ্ছি।'
'সাফের এই শিরোপা জয় বাংলাদেশের নারীদের খেলাধুলোয় দারুণ উৎসাহ দিবে। সারা দেশের মেয়েরা আরও উৎসাহ পাবে। আরও বড় আন্তর্জাতিক সাফল্য আসবে।'
গত সোমবার নেপালের কাঠমান্ডুতে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে নারী সাফে চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ফুটবল তো বটেই, সাম্প্রতিক সময়ে সব খেলাধুলো মিলিয়ে দেশের ক্রীড়াঙ্গণের বড় অর্জন বলা হচ্ছে একে। পুরো আসরে বাংলাদেশ খেলে দুর্বার ফুটবল। সাবিনা খাতুন, কৃষ্ণা রানি সরকাররা পাঁচ ম্যাচে প্রতিপক্ষের জালে দেন ২৩ গোল। মাত্র এক গোল হজম করতে হয় তাদের। ফুটবলে দেশের মেয়েদের এই অর্জন সাধারণ মানুষের মধ্যেও তৈরি করেছে বিপুল উন্মাদনা।
Comments