বাড়ছে মোবাইল হ্যান্ডসেটের দাম
স্থানীয়ভাবে উৎপাদিত মোবাইল হ্যান্ডসেটের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) বাড়ানোর প্রস্তাব করা হয়েছে আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট পেশ করার সময় এই প্রস্তাব করেন।
এতে মোবাইল ফোনের দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
বর্তমানে এ ধরনের মোবাইল হ্যান্ডসেটের ওপর কোনো কর না থাকলেও, আগামী অর্থবছরে স্থানীয়ভাবে উৎপাদিত হ্যান্ডসেটের ওপর ২ শতাংশ ভ্যাটের প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া কমপক্ষে ২টি স্থানীয় কাঁচামালের তৈরি হ্যান্ডসেটের ক্ষেত্রে বিদ্যমান ৩ শতাংশ ভ্যাট বাড়িয়ে ৫ শতাংশ করার প্রস্তাব আনা হয়েছে।
আর আমদানি করা যন্ত্রাংশ অ্যাসেম্বল করে তৈরি হ্যান্ডসেটের ওপর ভ্যাট ৩ শতাংশ থেকে ৭ দশমিক ৫ শতাংশ করা হবে।
স্যামসাং, অপো, ভিভো, শাওমি, রিয়েলমি, টেকনোসহ ১৫টি কোম্পানি ২০১৭-১৮ সাল থেকে বাংলাদেশে মোবাইল উত্পাদন করে আসছে।
Comments