‘হাতপাখার প্রার্থী বাইরে থেকে লোক এনে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছেন’

বরিশালে আওয়ামী লীগ প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কারী আফজালুল করিম সংবাদ সম্মেলন করে হাতপাখার প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তোলেন। ছবি: স্টার

বরিশালে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমের লোকেরা শহরের বাইরে থেকে লোক এনে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে বলে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর প্রধান নির্বাচন সমন্বয়কারী আফজালুল করিম।

বরিশাল সিটির ভোটগ্রহণ শেষে বিকেল ৪টার দিকে আফজালুল করিম তাদের প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন। তিনি বলেন, এসব বিষয়ে আমরা ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছি।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দিয়েছে। নগরীর বিভিন্ন জায়গায় তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা করেছে।

পরিস্থিতি অস্থিতিশীল করতে বড় সংখ্যায় ইসলামী আন্দোলনের নেতাকর্মী শহরে প্রবেশ করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আফজালুল করিম বেশ কয়েকটি ছবি তুলে ধরে বলেন, এসব ছবিতে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের আচরণবিধি লঙ্ঘন করে শহরের বিভিন্ন এলাকায় অস্ত্র বহন করতে দেখা যাচ্ছে।

সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলা

দুপুর সাড়ে ১২টার দিকে একটি কেন্দ্রে পরিদর্শনে গিয়ে ইসলামী আন্দোলনের মেয়রপ্রার্থী ফয়জুল করিম হামলার শিকার হন।

পুলিশ হামলার সত্যতা নিশ্চিত করলেও, কারা হামলা করেছে তা জানাতে পারেনি।

পুলিশ কমিশনারের কাছে হামলার অভিযোগ জানানোর পর ফয়জুল করিম সাংবাদিকদের বলেন, '২২ নম্বর ওয়ার্ডে আমাদের ভোটারদের ঢুকতে দেওয়া হচ্ছে শুনতে পেয়ে সেখানে যাই। কেন্দ্রের ভেতরে বাইরের লোকজন ছিল, দায়িত্বে নাই এমন লোকজন ছিল। তারা নৌকার ব্যাজ পরা। তারা জড়ো হয়ে আমাদের সঙ্গে তর্ক শুরু করে। আমি আমার সমর্থকদের সরাতে গেলে তারা আমাদের ওপর হামলা চালায়।'

ফয়জুল করিমের ওপর হামলার পর বরিশালের হাতেম আলী চৌমাথার এলাকায় হাতপাখার সমর্থকরা জড়ো হয়ে স্লোগান দেয়।

হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে দলটির প্রায় ৫ শতাধিক নেতাকর্মী।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

1h ago